Home / চাঁদপুর / চাঁদপুর শহরে পদ্মা বাসের নিচে মোটর সাইকেল : গুরুতর আহত ৩
IMG_20171231_221426...

চাঁদপুর শহরে পদ্মা বাসের নিচে মোটর সাইকেল : গুরুতর আহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এলাকায় দুর্ঘটনায় চাঁদপুরমুখী পদ্মা এক্সপ্রেসের নিচে চালক ও আরোহীসহ মোটর সাইকেল চাপা পড়েছে। এতে চালকসহ মোটর সাইকেলের ৩ জন গুরুতর আহত হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর শহরের চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজার ফনিসাইর গ্রামের আবুল বাশারের ছেলে মনির হাসান (৪২), মিজানুর রহমানের ছেলে শরীফ হোসেন (৩০), হেলাল উদ্দিনের ছেলে নেওয়াজ শরিফ (২৮)।

স্থানীয়রা তাদেরকে উদ্দার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফ হোসেন ও নেওয়াজ শরীফের অবস্থা গুরুতর ঢাকায় রেফার করেন।

ঘটনার বিবরণে আহত মনির হাসান চাঁদপুর টাইমসকে জানান, ‘তারা ৩ জন চাঁদপুর থেকে ফরিদগঞ্জ কামতা বাজরের উদ্দেশ্যে একই মোটর সাইকেলে রওয়ানা হন। হঠাৎ তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরমুখী পদ্মা বাসের নিচে পড়ে যায়।’

পরে তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় বাকি বিবরণ দিতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকায় রেফারকৃত দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ