Home / কৃষি ও গবাদি / চাঁদপুর পৌর এলাকায় অবৈধ উচ্ছেদ পূর্ব মাইকিং
চাঁদপুর পৌর এলাকায় অবৈধ উচ্ছেদ পূর্ব মাইকিং

চাঁদপুর পৌর এলাকায় অবৈধ উচ্ছেদ পূর্ব মাইকিং

‎Thursday, ‎07 ‎May, ‎2015  01:30:05 PM

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ শহরকে সুন্দর ও যানজট মুক্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

৬ মে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার এ রিপোর্ট  লেখাপর্যন্ত চাঁদপুর শহরে পৌরসভার পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হচ্ছে হয়।

মাইকে  চাঁদপুর শহরের ফুটপাত দখলকারী, অবৈধভাবে দোকানপাট স্থাপন ও বাড়ি নির্মাণ মালিক যারা রাস্তার উপর মালামাল রেখে ভবন নির্মাণ করছেন তাদের স্থাপন ও মালামাল ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় এসব মালামাল ও অবৈধ স্থাপনা পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ করে নিয়ে আসবে।

তবে ঘোষণার পর থেকে দেখা যায়, বাড়ি নির্মাণ মালিকরা কিছু স্থান থেকে ইট বালি সরিয়ে নিচ্ছে। তবে যেসব ব্যক্তি অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তারা তাদের স্থাপনা এখনো সরাতে দেখা যায়নি।

বৃহস্পতিবার যে কোনো সময় উচ্ছেদ অভিযান চালানো হবে। (ছবি- চাঁদপুর শহরের সৌন্দর্যমন্ডিত অঙ্গীকার)

 চাঁদপুর টাইমস/ডিএইচ/2015