Home / শীর্ষ সংবাদ / চাঁদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত
DC-Office-Chandpur..-e1ভা পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৩ জন। ৭ জন প্রার্থীর প্রয়োজনীয় কাজগপত্রের অভাবে বা বোর্ডে দেখাতে না পারায় তাদের

চাঁদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত

চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত `নো-মাস্ক , নো-এন্টি ; নো-মাস্ক,নো-সার্ভিস ‘ বাস্তবায়নে করোনা পরিস্থিতির দ্বিতীয় দাফ মোকাবেলায় চাঁদপুর শহরের লঞ্চ স্টেশন ও রেল স্টেশন আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পৃথক পৃথক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ও মো.উজ্জ্বল হোসেন। মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল না করায় এবং স্বাস্থ্যবিধি না মেনে চলায় ভ্রাম্যমাণ আদালত পরিচারনা করে সাতাশটি মামলায় অর্থাৎ ২৭ জনের কাছ থেকে দু’হাজার ৯ শ ৩০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও মাস্ক ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেযা হয় ।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘করোনা পরিস্থিতির দ্বিতীয় দাফ মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।’

আবদুল গনি , ১২ নভেম্বর ২০২০