Home / চাঁদপুর / চাঁদপুরে স্বাস্থ্য সুরক্ষার স্থানেই অস্বাস্থ্যকর স্যানিটেশন
অস্বাস্থ্যকর স্যানিটেশন

চাঁদপুরে স্বাস্থ্য সুরক্ষার স্থানেই অস্বাস্থ্যকর স্যানিটেশন

জেলার প্রধান স্বাস্থ্য সুরক্ষার স্থান হিসেবে বিবেচিত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল স্যানেনিটেশন ব্যবস্থা নাজুক পরিস্থিতিতে। নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে টয়লেট ব্যবহার করছে রোগী ও রোগীর লোকজন। এর বাইরে রয়েছে খাবার পানি সংকট।

দীর্ঘদিন পূর্বে হাসপাতাল প্রাঙ্গনে গভীর নলকূপ বসানো হলেও এটি বিশুদ্ধ এবং আর্সেনিক মুক্ত না হওয়ায় রোগীদেরকে বাহিরে থেকে খাবার পানি সংগ্রহ করে কিংব ক্রয় করে আনতে হয়।

দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যায়, হাসপাতালের স্যানিটেশন ব্যবস্থা একেবারেই দুর্ভল হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ড, ৩য় তলার শিশু ওয়ার্ড ও পেইং ও কেবিন ব্লক, এবং ৪র্থ তলার মহিলা ওয়ার্ডে থাকা টয়লেট গুলো নোংরা পরিবেশে পড়ে আছে। ওইসব ওয়ার্ডের টয়লেড গুলোর বেশ ক’টির দরজা নেই। অন্যগুলোর দরজা থাকলেও তারমধ্যে কিছু কিছু দরজার সিটকানী নেই। টয়লেটের সদর দরজায় পানি জমে থাকে।
অস্বাস্থ্যকর স্যানিটেশন
ভেসিংগুলো ব্যবহার না হওয়ায় তার চারপাশ জুড়ে পড়ে আছে ময়লা আর্বজনার স্তুপ। অনেক জায়গায় টয়লেটের পাইপ ভেঙ্গে পানি পড়ছে। দেয়ালে শ্যাওলা জমে লাল হয়ে আছে, অনেককাংশে ময়লা আর্বজনার স্তুপ জমে আছে। পাইপ দিয়ে টয়লেটেরে আউট পানি ঠিকমতো নিস্কাশন না হওয়ায় টয়লেটের মেঝেতে পানি জমে থাকতে দেখা যায়। আর ওই জমে থাকা পানির ওপর দিয়েই প্রতিদিন টয়লেটে আসা যাওয়া করছে রোগী ও রোগীর লোকজন। অনেকে জানান, হাসপাতালের দুর্গন্ধ এবং টয়লেটের নোংরা পরিবেশের কারণে অনেক লোকজন আরো বেশি অসুস্থ হয়ে পড়েন।

এছাড়াও রোগীদের কাছে আরো নানা অভিযোগ পাওয়া যায়। হাসপাতালে ভর্তিকৃত কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, যেসকল রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকে তাদের বেডের পাশে ময়লা ফেলার জন্য কোন পাত্র এবং টেবিল দেয়া হয়নি। তাদের আরো অভিযোগ যখন হাসপাতালের রোগীদের বিছানার পাশে ময়লা আবর্জনা জমে থাকে তখন যদি কোন আয়াকে ময়লা ফেলার কথা বলা হয় তখন তারা তাদের সাথে খারাপ আচরণ করেন। কয়েকবার বলার পর তারপর তারা সে ময়লা ফেলার জন্য যান। এমনকি একজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাদের বিছানায় কোন চাদর এবং বালিশও দেয়া হয়নি বলে জানান বেশ কিছু রোগীর অভিভাবকরা।

এ ব্যাপারে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ক’জন নার্স ইনচার্জ জানান, প্রত্যেক রোগীদের বেডের পাশেই টেবিল এবং ময়লা ফেলার পাত্র দেয়া হয়। যখন হাসপাতালে একাধিক রোগী ভর্তি হয় তখন দেখা যায়,আলাদা বিছানা পাতার কারনে তাদেরকে তা দেয়া সম্ভব হয়নি। আর দোপার সমস্যার কারনে রোগীদের মাঝে ঠিকমতো চাদর দেয়া সম্ভব হয়নি।

অস্বাস্থ্যকর স্যানিটেশন

সরকারি হাসপাতালের এসব সমস্যাই বড় সমস্যা নয় এর বাইরেও রয়েছে আরো নানা সমস্যা। রোগীদের অভিযোগ এ হাসপাতালটি থেকে তাদেরকে তেমন কোন ঔষধ দেয়া হয়নি। সামান্য কিছু কসটেপ পর্যন্ত তাদেরকে বাহিরে থেকে ক্রয় করে আনতে হয়। দু’ একটা গ্যাসটিকের ঔষধ এবং কিছু স্যালাইন ছাড়া আর তেমন কোন ভারী ঔষধ এ হাসপাতাল থেকে রোগীদের দেয়া হয়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চিকিৎসকরা রোগীদের যেসকল ঔষধ লিখে দেন তা থেকে যে ক’টি ঔষধ স্লাপ্লাই থাকে তা আমরা হাসপাতাল থেকে রোগীকে দিয়ে থাকি।

এখানেই শেষ নয় এর বাইরে রয়েছে খাবার পানি সংকট। প্রায়ই দেখা যায়, রোগী এবং রোগীদের লোকজন পানির বোতল কিংবা বড় কোন পাত্র নিয়ে খাবার পানি আনতে সরকারি হাসপাতালের নিকটতম রোটারী ক্লাব অথবা পৌর পাঠাগারের টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করে আনেন।

যদিও হাসপাতাল প্রাঙ্গনে গভীর নলকূপ রয়েছে। তার পরেও খাবার পানির সংকট রয়েছে অদৃশ্য কোন কারনে। এভাবেই নানা দুর্ভোগের মধ্যদিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন জেলাবাসি।

তবে এ বিষয়ে হাসপাতালের দায়িত্বশীল কোনো সূত্রই কথা বলতে সম্মত হননি।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৮ মার্চ ২০২০