Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ে সভা
চাঁদপুরে সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ে সভা

চাঁদপুরে সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ে সভা

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন উত্তর পশ্চিম তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমাম হাসান রাসেল গাজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খোদেজা বেগমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক ।

বিদ্যালয়ের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী। বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি নান্নু মিজি।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান  বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে । বর্তমান সরকার সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের স্বাক্ষর রেখে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। শিক্ষার মান বেড়েছে। স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। বিদ্যুতের চাহিদা বাড়ার সাথে সাথে উৎপাদন বহু গুণে বৃদ্ধি করা হয়েছে। কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ঘরে বসেই সারাবিশ্বের সাথে যোগাযোগ করতে পারছে। দেশের এ উন্নয়নের পেছনে সাধারণ মানুষের ভূমিকা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি শাহজাহান বন্দুকসী, সহ-সভাপতি হারুন পাটোয়ারী, আঃ মান্নান, ম্যানেজিং কমিটির সদস্য হাওয়া বেগম, রাবেয়া বেগম, সহকারী শিক্ষক রাবেয়া নুর ফেরদাউস, শিরিন আক্তার, অমর চন্দ্র সাহা, শামসুন্নাহার, মাজেদা আক্তার, স্মৃতি চক্রবর্তীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকগণ।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বর্তমান সরকারের সাফল্যগুলো উপস্থিত সকলকে দেখানো হয়।

:  আপডেট, বাংলাদেশ সময় ১:০৫ এএম,  ২০ মে  ২০১৬, শুক্রবার

ডিএইচ