Home / চাঁদপুর / চাঁদপুরে সরকারি কলেজ ও মহিলা কলেজের ফলাফল বিপর্যয়
চাঁদপুরে সরকারি কলেজ ও মহিলা কলেজের ফলাফল বিপর্যয়

চাঁদপুরে সরকারি কলেজ ও মহিলা কলেজের ফলাফল বিপর্যয়

প্রকাশিত এইএচএসসি পরীক্ষার ফলাফলে এবারো চাঁদপুর সরকারি কলেজ ও মহিলা কলেজেরবিপর্যয় ঘটেছে। এই দু’টি প্রতিষ্ঠানের পাশের হার যথাক্রমে ৫২ দশমিক ৮৯ শতাংশ ও ৬৩ দশমিক ২৩ শতাংশ।

চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে থেকে মোট ৮১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪২৯ জন কৃতকার্য হয়। এখানে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮জন।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের মোট ১০০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৩৮ জন কৃতকার্য হয়। জিপিএ ৫ পেয়েছে মাত্র ২৩ জন।

প্রকাশিত ফলাফলে দেখা যায় সদর উপজেলার সকল কলেজের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ।

প্রতিষ্ঠানটির পাসের হার ৯২ দশমিক ৮৩ শতাংশ। এ প্রতিষ্ঠানের ২৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২২৮ জন কৃতকার্য হয়।

দ্বিতীয় এবং তৃতীয়স্থানে রয়েছে চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের পাশের হার ৮৩.০৬%। এবছর মোট ৫৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৫৬ জন। প্রতিষ্ঠানটির জিপিএ ৫ পেয়েছে মোট ২৫ জন।

তৃতীয় স্থানে থাকা বাবুরহাট স্কুল এন্ড কলেজের পাসের হার যথাক্রমে ৭৫ দশমিক ৭৬ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৪২৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩২৫ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

চাঁদপুরে সরকারি কলেজ ও মহিলা কলেজের ফলাফল বিপর্যয়

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply