Home / চাঁদপুর / চাঁদপুরে মিল মালিকদের সাথে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা
চাঁদপুরে মিল মালিকদের সাথে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা

চাঁদপুরে মিল মালিকদের সাথে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অটো রাইস মিলের মালিক ও স্থানীয় এলাকাবাসীর সাথে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা সোমবার (১০ ডিসেম্বর )সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন।

এ সময় তিনি রাইচ মিলসমূহ পরিবেশ সম্মতভাবে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন -২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুসরণপূর্বক পরিচালনার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

সভায় পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, নিউ পূবালী অটো রাইস মিলের শিমুল সাহা, চাঁদপুর অটো রাইচ মিলের ইব্রাহীম খলিল, মেঘনা অটো রাইচ মিলের ম্যানেজার মনজুর খান, তপাদার অটো রাইচ মিলের মো. নাছির উদ্দিন , খাজা বাবা রাইচ মিলের মো. হারুন পাটওয়ারী, মৌসুমী অটো রাইচ মিলের পরেশ চন্দ্র মালাকার, বাবা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহমেদ চৌধুরী, পুরাণ বাজার এর ব্যবসায়ী মমিন পাটোয়ারীসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ ও অন্যান্য রাইস মিলের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : আনোয়ারুল হক
১০ ডিসেম্বর ,২০১৯ সোমবার

Leave a Reply