Home / চাঁদপুর / চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা অব্যাহত
current net
ছবিটি প্রতীকী হিসেবে সংযুক্ত হলো

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা অব্যাহত

মা ইলিশ রক্ষায় গত ২৪ ঘন্টায় জেলা টাস্কফোর্প একটি মোবাইল কোর্ট ও ১৬ টি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি দৈনিক এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছেন্ ।

চাঁদপুরের ১ শ’ কি.মি নৗ-সীমানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান। অভিযানে ৫.৮৩ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ৬৯৯ ইলিশ আটক করা হয়। জালের মূল্য ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা।

চাঁদপুরে ১৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চাঁদপুর জেলা টাস্কফোর্স কর্তৃক ৩৫টি মোবাইল কোর্ট ১৫৪টি অভিযান ১২৩.৯৬ লাখ মিটার জাল ও ৩.৫১৫ মে.টন ইলিশ জব্দ করা হয়েছে জারের মূল্য ২৪২৭ .৬০ লাখ টাকা এবং ১২১ জনকে জেল-জরিমানা করা হয়ে হয়েছে বলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান ।

আগামি ৪ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন ।

আবদুল গনি , ২৬ অক্টোবর ২০২০