Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মানববন্ধন
চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মানববন্ধন

চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মানববন্ধন

নারায়নগঞ্জের পিআর লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্চনার প্রতিবাদে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২১ মে) বিকেলে শহরের শপথ চত্ত্বরে এ মানববন্ধনে অংশ নেন শিক্ষকরা ।

সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা শাখার র সভাপতি কানিজ বতুল চৌধুরী।

বক্তব্য রাখেন বাকশিস চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফায়াৎ আহম্মেদ ভূইয়া, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সদস্য সচিব বিলাল হোসেন, হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, বাকশিশ নেতা শাহাদাৎ হোসেন, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির যুগ্ম সদস্য সচিব মোঃ আলী আক্কাস, সদরের সাংগঠনিক সম্পাদক ফয়েজুল হক ও প্রচার-প্রকাশনা সম্পাদক জয় শংকর দে।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বক্তারা বলেন, সেলিম ওসমান শিক্ষক লাঞ্চনা করে ন্যাক্কারজনক কাজ করেছেন। আইন নিজের হাতে তুলে নিয়েছেন। যা বে-আইনী। প্রকাশ্যে একজন শিক্ষককে এভাবে নাজেহাল করায় গোটা দেশ ক্ষুব্ধ। তাই সাংসদ সেলিম ওসমানকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ আন্দোলনের মাধ্যমে গোটা দেশ অচল করে দিতে বাধ্য থাকবে।

আশিক বিন রহিম