Home / চাঁদপুর / চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ৩টি নিরাপদ বেসিন স্থাপন
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ৩টি নিরাপদ বেসিন স্থাপন

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃস্টির লক্ষ্যে নিরাপদ হাত ধোয়ার জন্য চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ৩টি নিরাপদ বেসিন স্থাপন করা হয়েছে।

৩১ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের কালীবাড়ি, ওয়ারলেস বাজার ও পালের বাজারে ৩টি নিরাপদ বেসিন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী।

এ সময় চাঁদপুর ব্র্যাকের উদ্যোগে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়। এছাড়া পথচারী ও যানবাহনে স্প্রে ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃস্টির লক্ষ্যে বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক (সিইপি) কালাচাঁদ দাস অসিত। এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক মো. জহিরুল হক, মো. মনির হোসেন, এ এস এম কামরুল হাসান, ব্র্যাক জেলা প্রতিনিধি মো.জিয়াউর রহমান, মো.কামাল উদ্দিন, আবু সাইদ,রতন বিশ্বাস,মো.আশরাফুল আলম,ব্র্যাক সদর ও আরবান এরিয়া ম্যানেজার মো.ফেরদৌসসহ শাখা ব্যবস্থাপক ও ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,৩১ মার্চ ২০২০