Home / চাঁদপুর / ‘চাঁদপুরে বিএনপির একক কোনো সভা হতে দেয়া হবে না’
Shofik-Bhuyan

‘চাঁদপুরে বিএনপির একক কোনো সভা হতে দেয়া হবে না’

বিএনপির কেন্দ্রিয় নেতাদের উপস্থিতিতে আগামী ১৩ এপ্রিল চাঁদপুরে সাংগঠনিক সভাকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের মতনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল বুধবার বিকেলে শহরের নতুনবাজার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক খলিলুর রহমান গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহŸায়ক শামসুল আরেফিন সূর্য, সাবেক ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান ভুইয়া বলেন, আগামী ১৩ এপ্রিল চাঁদপুরে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাসহ কেন্দ্রিয় নেতারা উপস্থিত থাকবেন। আমরা ভেবেছিলাম ওই সভায় কেন্দ্রীয় নেতারা চাঁদপুরের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করবেন। অথচ এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ বা সমন্বয় করেনি। আমরা যতোটুকু যেনেছি যে বিএনপি একাটা অংশ এবং তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে ১৩ এপ্রিল সভা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এখানে আমাদের অবমূল্যায়ন করার চেষ্টা চলছে। বিএনপির নেতাকর্মীরা আগামী ১৩ এপ্রিল সম্মিলিত ছাড়া একক কোনো সভা হতে দিবে না।

সভায় এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে বলেন, চার বছর আগে চাঁদপুর জেলা বিএনপির আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। যার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন মেয়াদ উত্তৃর্ণ কমিটি দিয়ে জেলা বিএনপির কার্যক্রম চালানো হচ্ছে। জেলা বিএনপির আজ্ঞাবহ কিছু ব্যাক্তিকে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা বানানো হচ্ছে।

বক্তারা বলেন, ৩১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহŸায়ক কমিরি ৬জন ইতিমধ্যে মারা গেছেন। বাকি ২৫ জনের মধ্যে ৭ থেকে ৮জন নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হচ্ছে। গত চার বছরেও তারা একটি সাধারণ সভা করতে পারেনি। এ নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময় এই ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দল, তৃণমূল দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে আগামি ১৩ এপ্রিল চাঁদপুরে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে দীর্ঘদিন থেকে দৃশ্যমান হয়ে আসা জেলা বিএনপির দু’গ্রæপের পাল্টাপাল্টি বক্তব্য আসছে। দু’গ্রæপেই সম্প্রতি পুলিশ সুপার বরাবর সভা করার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছেন।

এদের এক গ্রæপে নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের একাংশ, অপর গ্রæপে নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভূঁইয়াসহ চাঁদপুরের সাবেক সাংসদবৃন্দ।

সম্প্রতি কর্মসূচি পালনে পুলিশ সুপার বরাবর অনুমতি চেয়ে তাদের পৃথক আবেদনে নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রতিবেদক- আশিক বিন রহিম