চাঁদপুর

বই বিতরণ উৎসবের অপেক্ষায় চাঁদপুরের শিক্ষার্থীরা

২০২০ শিক্ষাবর্ষের প্রথম দিন সারাদেশের ন্যায় চাঁদপুরেও বই বিতরণ উৎসব উদযাপিত হবে। এ দিন জেলার ৮ উপজেলার উজেলার প্রায় প্রায় ৩ লাখেরও বেশি শিক্ষার্থী বই উৎসবে মাতবেন। নবমবারের মতো বই বিতরণ উৎসবের অপেক্ষায় রয়েছেন চাঁদপুরের শিক্ষার্থীরা।

চাঁদপুরে জেলা প্রাথমিক শিক্ষার ২০২০ শিক্ষাবর্ষে এবার ১৪ লাখ ৭৬ হাজার ২শ’৩৭ কপি বই বরাদ্দ চাওয়া হয়েছে। যা শতভাগ চাঁদপুর জেলার স্ব স্ব উপজেলার পৌঁছেছে। আর এসব বরাদ্দের বই ইতোমধ্যে বিতরণ সম্পন্নও করা রয়েছে।

চাঁদপুর জেলার ১ হাজার ১শ’১১টি সরকারি প্রাথমিক ও ৬শ’১০টি কিন্ডার গার্টেন প্রতিষ্ঠানের ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ওই বই বরাদ্দ চাওয়া হয়েছে। এতে জেলায় বার্ষিক প্রতি উপজেলায় স্ব স্ব ক্যাচম্যান এলাকার সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃক জরিপের ভিত্তিতে সম্ভাব্য শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৩ শ’ ৬৯ জন।

বরাদ্দ চাওয়া বইয়ের চাহিদা মতে প্রথম শ্রেণির ১ লাখ ৯৪ হাজার ৭ শ’ ৮৭ কপি, দ্বিতীয় শ্রেণির ১ লাখ ৯২ হাজার ১শ’ ৯২ কপি, তৃতীয় শ্রেণির ৩ লাখ ৭৩ হাজার ৩ শ’ ৮০ কপি,চতুর্থ শ্রেণির ৩ লাখ ৬৭ হাজার ৭ শ’৪৬ কপি এবং পঞ্চম শ্রেণির ৩ লাখ ৪৮ হাজার ১শ’ ৮২ কপি বই।

শিক্ষা অফিস জানিয়েছে, আগামি ১ জানুয়ারি বই উৎসব করতে সব প্রস্ততি নেয়া হয়েছে। জেলার চাহিদা অনুযায়ী সব বই শতভাগ স্কুলে পৌঁছে গেছে। বই বিতরণে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। বই দিয়ে এক টাকা নেয়ার অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

প্রতিবেদক: শরীফুল ইসলাম,২৯ ডিসেম্বর ২০১৯

Share