Home / শিক্ষাঙ্গন / চাঁদপুরে প্রাথমিকে পাসের হার ৯৯.১৭ ইবতেদায়ী ৯৪.১৭ ভাগ
five hsan ali
চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চাঁদপুরে প্রাথমিকে পাসের হার ৯৯.১৭ ইবতেদায়ী ৯৪.১৭ ভাগ

চলতি বছর ২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল সারাদেশের ন্যয় চাঁদপুরে শনিবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।

জেলায় প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৯ দশমিক ১৭ শতাংশ। আর ইবতেদায়ীতে পাসের হার ৯৪ দশমিক ১৭ শতাংশ।

জেলার ৮ উপজেলায় এবার প্রাথমিক সমাপনী পরিক্ষায় অংশ নিয়েছিল ৪৬ হাজার ৬শ’ ৭৯ জন এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৯শ’ ২৯ জন। ’এ’ পেয়েছে ২০ হাজার ৪শ’ ৬৭ জন, (এ-) পেয়েছে ৭ হাজার ৩শ’ ১৬ জন, (’বি’) পেয়েছে ৪ হাজার ৯শ’ ৪৪ জন, (’সি’) পেয়েছে ৪ হাজার ১শ’ ২৫ জন, (’ডি’) পেয়েছে ৪শ’ ৯৯ জন। পাসের হার ৯৯.১৭ ভাগ।

এদিকে সদর উপজেলায় অংশগ্রহন কারী পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৬শ’ ৮২ জন। পাস করেছে ৮ হাজার ৬শ’ ৪৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭শ’ ৩১ জন। পাসের হার ৯৯.৫৫ ভাগ।

কচুয়া উপজেলায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২শ’ ৪৫। পাস করেছে ৭ হাজার ২শ” ১৮ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫শ’ ৫ জন। পাসের হার ৯৯.৬৩ ভাগ।

হাজিগঞ্জ উপজেলায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৭শ’ ১৩ জন। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ৬শ’ ৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫শ’ ৭২ জন, পাসের হার ৯৮.৮২ ভাগ।

হাইমচর উপজেলায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৯ জন। পাস করেছে ২ হাজার ৭৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৩শ’ ৩৩ জন, পাসের হার ৯৯.৯০ ভাগ।

শাহারাস্তি উপজেলায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ১শ’ ৯২ জন এর মধ্যে পাস করেছে ৪ হাজার ১শ’ ১৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৮শ’ ১০ জন। পাসের হার ৯৯.২৬ ভাগ।

ফরিদগঞ্জ উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৭ হাজার ৬শ’ ৮৩ জন, পাস করেছে ৭ হাজার ৬শ’ ২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪শ’ ৫৮ জন। পাসের হার ৯৯.২৫ ভাগ।

মতলব দক্ষিন উপজেলায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮শ’ ৫৩ জন,পাস করেছে ৩ হাজার ৮শ’ ৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৭শ’ ৪১ জন। পাসের হার ৯৮.৮৬ ভাগ।

মতলব উত্তর উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৬ হাজার ২শ’ ৩২ জন, পাস করেছে ৬ হাজার ১শ’ ২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭শ’ ৭৯ জন। পাসের হার ৯৮.২৫ ভাগ।

জেলায় এ বছর ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৫ হাজার ৯শ” ৩১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৫ জন। (এ’) পেয়েছে ১ নহাজার ৩শ’ ৪০ জন, (এ-) পেয়েছে ১ হাজার ১শ’৯৮ জন, (বি) পেয়েছে ১হাজার ১শ’ ৯৬ জন, (সি) পেয়েছে ১ হাজার ৪শ’ ৮৯ জন ও (ডি) পেয়েছে ২শ” ৯৭ জন। মোট পাস করেছে ৫ হাজার ৫শ’ ৮৫ জন। পাসের হার ৯৪.১৭ ভাগ।

জেলার ৮ উপজেলার মধ্যে চাঁদপুর সদর উপজেলায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৯শ’ ৯৪ জন, পাস করেছে ৯শ’ ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। পাসের হার ৯৭.০৮ ভাগ।

কচুয়া উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শ” ৫৫ জন, পাস করেছে ১ হাজার ১শ’ ৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। পাসের হার ৯৮.০১ ভাগ।

হাজিগঞ্জ উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা ৯শ’ ৩ জন, পাস করেছে ৮শ’ ১৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৯০.৫৯ ভাগ।

হাইমচর উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা ২শ’ ১জন, পাস করেছে ২শ’ জন, জিপিএ-৫ নাই। পাসের হার ৯৯.৫০ ভাগ।

শাহারাস্তি উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা ৬শ’ ৩৭ জন, পাস করেছে ৬শ’ ২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৯৮.৪৩ ভাগ।

ফরিদগঞ্জ উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩শ’ ৯ জন, পাস করেছে ১ হাজার ১শ’ ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। পাসের হার ৮৯ ভাগ।

মতলব দক্ষিণ উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা ৪শ’ ৪০ জন, পাস করেছে ৪শ’ ২জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৯১.৩৬ ভাগ।

মতলব উত্তর উপজেলায় পরিক্ষার্থীর সংখ্যা ২শ’ ৯২ জন, পাস করেছে ২শ’ ৭৬ জন, জিপিএ-৫ নেই। পাসের হার ৯৪.১৭ ভাগ।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ