Home / চাঁদপুর / চাঁদপুরে ওয়ার্ডভিত্তিক স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি
Smart Card
ফাইল ছবি

চাঁদপুরে ওয়ার্ডভিত্তিক স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি

চাঁদপুর সদরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সংক্রান্ত জেলা সমম্বয় কমিটির প্রস্তুতি সভা রোববার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান।

তিনি তার বক্তব্যে বলেন, ‘আগামি ৮ আগস্ট চাঁদপুর সদরে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কর্মক্রম শুরু হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারগণ চাঁদপুর সদরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কর্মক্রম উদ্বোধন করবেন। এতে সকলের সহেেযাগিতা প্রয়োজন। ব্যাপক প্রচারও করতে হবে। এটি প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনারের একটি যুগান্তরকারী পদক্ষেপ।’

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সামসুজ্জামান,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আব্দুল মোতালেব,বিটিসিএল’র সহকারী প্রকৌশলী মো. আতাউর রহমান পাটওয়ারী, ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী , চাঁদপুর ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী , চাঁদপুর প্রেক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।

সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন,‘ চাঁদপুর সদরে এবার পৌরসভাসহ ৩ লাখ ৩৫ হাজার ৩ শ’২৮ জন লোক স্মার্ট কার্ড পাবেন। ৮ আগস্ট চাঁদপুর সদরে স্মার্ট কার্ড বিতরণ কর্মক্রম উদ্বোধন করার পর ৯ আগস্ট থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে ।’

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় , ‘ চাঁদপুর পৌরসভা ১ নং ওয়ার্ডের পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে পুরুষদের ৯ আগস্ট ও মহিলাদের ১০ আগস্ট , ২ নং ওয়ার্ডের পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরুষদের ১১ আগস্ট ও মহিলাদের ১২ আগস্ট, ৩ নং ওয়ার্ডের চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরুষদের ১৩ আগস্ট ও মহিলাদের ১৪ আগস্ট , ৪ নং ওয়ার্ডের ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ও মহিলাদের ১৬ আগস্ট ।

৫নং ওয়ার্ডের রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ে পুরুষ ও মহিলাদের ১৮ আগস্ট, ৬নং ওয়ার্ডের ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় , পৌর পাঠাগারে পুরুষ ও মহিলাদের ২৭ আগস্ট, ৭ নং ওয়ার্ডে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে পুরুষদের ২৯ আগস্ট ও মহিলাদের ৩০ আগস্ট,

৮ নং ওয়ার্ডে হাসান আলী মডেল প্রাথমিক বিদ্যালয়ে পুরুষদের ১ সেপ্টেম্বর ও মহিলাদের ৩ সেপ্টেম্বর, ৯ নং ওয়ার্ডে হাসান আলী উচ্চ বিদ্যালয়ে পুরুষদের ৫ সেপ্টেম্বর ও মহিলাদের ৬ সেটেম্বর, ১০ নং ওয়ার্ডে ডিএন উচ্চ বিদ্যালয়ে পুরুষদের ৯ সেপ্টেম্বর ও মহিলাদের ১০ সেপ্টেম্বর, ১১ নং ওয়ার্ডে দক্ষিণ গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ও মহিলাদের ১২ সেপ্টেম্বর, ১২ নং ওয়ার্ডে গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষদের ১৫ সেপ্টেম্বর ও মহিলাদের ১৬ সেপ্টেম্বর,

১৩নং ওয়ার্ডে চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে পুরুষদের ১৮ সেপ্টেম্বর ও মহিলাদের ১৯ সেপ্টেম্বর, ১৪ নং ওয়ার্ডে বাবুরহাট স্কুল ও কলেজে পুরুষদের ২৩ সেপ্টেম্বর ও মহিলাদের ২৪ সেপ্টেম্বর ও ১৫ নং ওয়ার্ডে ষোলঘর উচ্চ বিদ্যালয়ে পুরুষদের ২৫ সেপ্টেম্বর ও মহিলাদের ২৬ সেপ্টেম্বরে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

এছাড়া পর্যায়ক্রমে ইউনিয়নগুলোতে বিতরণ করা হবে।

প্রতিবেদক- আনোয়ারুল হক

Leave a Reply