Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তার চাঁদপুর পরিদর্শন
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তার চাঁদপুর পরিদর্শন

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তার চাঁদপুর পরিদর্শন

চলতি মাসেই বাংলাদেশ সরকারের রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ (জিআইবিআর) বাংলাদেশ গর্ভমেন্ট ইন্সেপেক্টর চাঁদপুর রেলওয়ের পরিদর্শেন আসাকে কন্দ্র করে চট্টগ্রাম বিভাগীয় উর্ধ্বতন কর্মকর্তারা চাঁদপুরে রেলওয়ের বিভিন্ন স্থান ও স্থাপনা পরিদর্শন করেছেন।

রোববার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রেলওয়ের ডিআরএম মোঃ জাহাঙ্গীর হোসেন, ডিইএন রফিকুল ইসলাম, এইন আব্রার হোসেন, ডিসিও মিজানুর রহমান, ডিটিও ফিরোজ ইফতেখার সহ চট্টগ্রাম বিভাগীয় একটি টিম এই পরিদর্শনে আছেন।

মোটর ট্রলি যোগে লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্র করে পথি মধ্যে লোকাল সকল স্টেশন ভবন এবং চাঁদপুর লাকসাম রেলপথ ও ব্রিজ পরিদর্শণ করেন।

দুপুরে চাঁদপুর বড়স্টেশন রেলওয়ের সার্কিট হাউজে এসে অবস্থান করেন। তাদের অবস্থানের খাবর পেয়ে রেল শ্রমীক লীগের সভাপতির মাহাবুবুর রহমান টিটি নেতৃত্বে রেলওয়ের একদল নেতৃবৃন্দ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাত করেন। এ সময় তারা চাঁদপুরের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

তারা বলেন, ‘রেল পরিবারের বিশুদ্ধ পানির জন্য একটি ডিপ টিউবয়েল বসাতে হবে। রেলওয়ের হাসপাতালটি পুণরায় চালু করতে হবে। চাঁদপুর-চট্টগ্রাম রূটে আরো দু’টি আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা করতে হবে। বর্ষার সময় চাঁদপুরের ১৪ ও ১০ নম্বর কোয়াটারের কর্মকর্তারা তাদের পরিবার পরিজনর নিয়ে নিধারুন কষ্ঠে বসবাস করে। কারণ সেখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কোয়াটারগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায়। তাই এই কোয়াটারগুলোতে ড্রেনেজ ব্যবস্থা করা। তাদের এই দাবী দাওয়ার শুনে উর্ধ্বতন কর্মকর্তারা ক্রমন্বয়ে এসকল কিছুর ব্যবস্থা করে দিবে বলে আস্বস্ত করেন রেওয়ের উর্ধ্বতন কর্মকর্তরা।’

এ সময় চট্টগ্রাম বিভাগীয় ডিআরএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আপনারা বিনা টিকেটে রেলওয়ের যাত্রীরা যেন যাতায়াত না করে সে বিষয়টি খেয়াল রাখবেন। এ রূটের আয় কি ভাবে বৃদ্ধি হয় সে বিষয়টিও দেখত হবে। রেলওয়ের ইঞ্জিন ও বগির সংকটের কারনে অনেক রূটেই সমস্যা দেখা দিয়েছে। আশা করি এ সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে।’

এ সময় রেলওয়ের সম্পদ অবৈধ ভাবে দখলকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সরকারি জায়গা কেউ কোন দিন চিরস্থায়ী ভাবে ধরে রাখতে পারে না। দখলবাজরা যতই সন্ত্রাসী ও শক্তিশালী হোক এক সময় তা ছেড়ে দিতে হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর কুমিল্লার এস.এস.এ.ই(পথ). লেয়াকত হোসেন, চাঁদপুর রেলওয়ে স্টেশন মাষ্টার জাফর আলম, রেলওয়ে ওসি সরওয়ার আলম, রেল শ্রমীকলীগের সভাপতি মাহবুবুর রহমান টিটি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াদিুর রহমান, আব্দুস সালাম প্রমুখ

প্রতিবেদক: আশিক বিন রহিম