Home / চাঁদপুর / চাঁদপুরে অবৈধ বইয়ের দায়ে লাইব্রেরীকে জরিমানা
চাঁদপুরে অবৈধ বইয়ের দায়ে লাইব্রেরীকে জরিমানা

চাঁদপুরে অবৈধ বইয়ের দায়ে লাইব্রেরীকে জরিমানা

চাঁদপুর শহরে অবৈধ নোট ও গাইড বইয়ের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের অভিযান সোমবার সন্ধায় শহরের কালি বাড়ি ও চিত্রলেখার মোড় এলাকায় বিভিন্ন লাইব্রেরীতে অভিজান চালানো হয়েছে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কামাল মো. রাশেদ।

এসময় কাল বাড়ির দুইটি ও চিত্রলেখার দুইটি সহ মোট ৪টি দোকানে অবৈধ গাইড-নোট বই পাওয়ার অভিযোগে প্রত্যেক লাইব্রেরীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কামাল মো. রাশেদ চাঁদপুর টাইমসকে জানান, সরকারিভাবে নিষিদ্ধ সব গাইড-নোট বইয়ের বিরুদ্ধে অভিযান করা হচ্ছে।

যেসব লাইব্রেরীতে নিষিদ্ধ নোট বই পাওয়া যাবে সেগুলোকে বাজেয়াপ্তসহ জরিমানা করা হচ্ছে। ‘অবৈধ নোট বইয়ের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।’

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

।। আপডেট : ০৪:০০ এএম, ১২ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার

ডিএইচ