Home / উপজেলা সংবাদ / চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার তফসিল ঘোষণা
Nirbachon pouro

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার তফসিল ঘোষণা

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় আগামী ১৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২০ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১ জানুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।

এ বিষয়ে শাহ নেওয়াজ বলেন, ‘মেয়র পদে দলীয় প্রতীকে এ নির্বাচন হবে। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে আগের মতই নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার বা তাদের সমমর্যাদাভোগী ব্যক্তি এবং সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন- প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র।’

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এ বলা আছে, পৌরসভা গঠনের পর প্রথমসভার তারিখ থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত উক্ত পৌরসভার মেয়াদ থাকবে। মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।’

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর প্রথম দফায় দেশের ২৩৪ পৌরসভায় ভোট হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ২০টি দল এবারের পৌর নির্বাচনে অংশ নেয়। এতে আওয়ামী লীগের ২৩৪, বিএনপি ২২৩ ও জাতীয় পার্টি ৭৪ প্রার্থীসহ ৯৪৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রায় সাড়ে ১১ হাজার প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

নিউজ ডেস্ক ।।আপডেট : :১৪ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫, শনিবার
ডিএইচ