Home / চাঁদপুর / চাঁদপুরের যেসব কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে
Job exam
প্রতীকী ছবি

চাঁদপুরের যেসব কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে

চাঁদপুরের যে সব কেন্দ্রে প্রাথমিক ‘শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪’ হচ্ছে সে গুলোর মধ্যে চাঁদপুর সদরর ১৭টি কেন্দ্রে ১২ হাজার ৫শ ,হাজীগঞ্জের ৭ টি কেন্দ্রে ৫ হাজার ৬শ এবং মতলবের ৪টি কেন্দ্রে ২ হাজার ৫ শ’৭৫ জন নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছে । এতে পরীক্ষার্থী সংখ্যা ২০ হাজার ৬ শ’৭৫ জন।
চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪’ আগামী শুক্রবার (১ জুন)সকাল ১০ টায় অনুিষ্ঠত হচ্ছে।

কেন্দ্রগুলো হলো : চাঁদপুর সদরের ১৭ টি কেন্দ্রে ১২ হাজার ৫শ’প্রার্থীর মধ্যে চাঁদপুর সরকারি কলেজে ১ হাজার ৪শ,চাঁদপুর সরকারি মহিলা কলেজে ৯শ,পুরান বাজার ডিগ্রি কলেজে ৬ শ,বাবুরহাট স্কুল এন্ড কলেজে ১ হাজার ৪শ,মাতৃপীঠ সরকারি বালিকায় ১ হাজার ২শ,হাসান আলী সরকারিতে ৭শ,আল আমিন ছাত্রী শাখায় ১ হাজার ২শ,আল আমিন ছাত্র শাখায় ৭শ, লেডি প্রতিমায় ৫শ,গনি মডেলে ৫শ,সরকারি কারিগরিতে ৪শ,লেডি দেহলভিতে ৪শ,ওচমানিয়া মাদ্রসায় ৩শ,পুরান বাজার বালিকায় ৪শ,মধুসূদনে ৮শ,আক্কাছ আলী রেলওয়েতে ৫শ’ষোলঘর আদর্শে ৬শ প্রার্থী ওই পরীক্ষায় অংশ নেবে ।

হাজীগঞ্জের ৭টি কেন্দ্রে ৫ হাজার ৬শ’র মধ্যে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ৮শ,হাজীগঞ্জ মডেল কলেজে ১ হাজার, হাজীগঞ্জ বালিকায় ৮শ’বলাখাল ডিগ্রি কলেজে ৫শ, হাজীগঞ্জ পাইলটে ১ হাজার ৫শ,আমিন মেমোরিয়ালে ৬শ’ প্রার্থী ওই পরীক্ষায় অংশ নেবে ।

মতলবের ৪ টি কেন্দ্রে ২ হাজার ৫শ’৭৫ জন প্রার্থীর মধ্যে ডিগ্রি কলেজে ৭শ,মতলব জেবিতে ৯শ, রয়মনেন নেছা ডিগ্রি কলেজে ৫শ, বরদিয়া উচ্চ বিদ্যালয়ে ৪শ’ ৭৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবে ।

সহকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষাটি ১ জুন ২০১৮ শুক্রবার সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১১ টা ২০ মিনিটে শেষ হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রের প্রাপ্ত তথ্য মতে,চাঁদপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৬ শ’৭৫ জন। কেন্দ্র ২৮ টি। শূন্য পদের সংখ্যা ৩ শ’। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন পর্যন্ত শূন্য পদের সংখ্যা আরোও বাড়তে পারে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়েছে।

প্রাপ্ত পরিসংখ্যান মতে, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্যে ১ জন করে পর্যবেক্ষক দায়িত্ব পালন ও প্রতি পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন।

প্রসঙ্গত, ২৩ মে বেলা ১২ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের সচিবদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ পরীক্ষা বিধি বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২য় পর্যায়ে ১ জুন শুক্রবার বাকি ১৪ টি জেলার প্রার্থীগণ। জেলাগুলো হলো :চাঁদপুর,গাজীপুর,নরসিংদি,নেত্রকেনা,কিশোরগঞ্জ,ঢাকা,ময়মনসিংহ,বি বাড়িয়া, কুমিল্লা,চট্রগ্রাম,সাতক্ষীরা,যশোর,কুড়িগ্রাম ও নীলফামারী জেলা।

দেশের ২৯ জেলার ১ম পর্যায়ে ১৫ টি জেলার বৈধ প্রার্থীগণ এ পরীক্ষায় অংশ নিয়েছে শনিবার (২৬ মে) শুরু হয়েছে । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষার প্রবেশপত্র সম্পর্কে ১৯ মে প্রার্থীর স্ব-স্ব মোবাইল নাস্বারে বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট,বাংলাদেশ সময় ৪:১০ পিএম,২৮ মে ২০১৮,সোমবার

Leave a Reply