Home / চাঁদপুর / সাবেক সাংসদ হীরাকে নিয়ে ধানের শীষ প্রতীকে মানিকের গণসংযোগ
hira-manik

সাবেক সাংসদ হীরাকে নিয়ে ধানের শীষ প্রতীকে মানিকের গণসংযোগ

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ রাশেদা বেগম হীরাকে নিয়ে চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) দিনভর চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ও চাঁদপুর পৌর এলাকায় ব্যাপক গনসংযোগ ও উঠোন বৈঠকে করেছেন।

গণসংযোগকালে চরভৈরবী ইউনিয়নে বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মৃত গণতন্ত্রকে জীবিত করতে হলে ৩০ তারিখে সকলকে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে যেতে হবে। কাউকে ভয় পাওয়ার কিছু নেই। জনগণের জোয়ারের কাছে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ধুলিসাৎ হয়ে যাবে। এ সরকারকে বুঝিয়ে দিতে হবে জনগণই সকল ক্ষমতার উৎস। চরভৈরবীতে গত ১০ বছরে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। কারন এ অঞ্চলটি বিএনপির ঘাঁটি । বিএনপি এবার ক্ষমতায় এলে চরভৈরবী ইউনিয়নবাসীর সকল দাবি রক্ষা করা হবে। এ এলাকার প্রধান দাবি একটি কলেজ নির্মাণ তা বাস্তবায়ন করা হবে।

নির্বাচন সম্পর্কে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে বিএনপির নেতাকমীদের আটক করা হচ্ছে। বিভিন্ন্ ইউনিয়নে ব্যানার,পোষ্টার এমনকি গনসংযোগ করতে বাধা প্রধান করছে যুবলীগ-ছাত্রলীগ। মাইকিং করতে দিচ্ছে না। নিবাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। বিএনপিকে দাবিয়ে রাখতে আওয়ামীলীগ-প্রশাসন একসাথে নেমেছে।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির গণজোয়ার ওঠেছে। সাহস নিয়ে এগিয়ে যাও, জয় নিশ্চিত। সকল ভেদাভেদ ভূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণসংযোগকালে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের লঞ্চঘাট, আমতলী, রাজ্জাকুল হায়দারের বাড়ি, মাছঘাট, চরভৈরবী বাজার, দাদন মেম্বারের বাড়ি, জালিয়াচরের শহর আলীর বাড়ি সহ চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়াডের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও উঠান বৈঠক করেন।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিমুছ সালাম, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাজালাল মিশন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ কাদির বেপারী, সেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন বাচ্চু, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্ল্যাহ বেপারী, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সাবেক সদস্য সচিব সরদার আঃ জলিল মাস্টার প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর, ২০১৮