Home / চাঁদপুর / একুশের চেতনায় উজ্জীবিত চাঁদপুর বিএনপি ও অঙ্গ সংগঠন
একুশের চেতনায় উজ্জীবিত চাঁদপুর বিএনপি ও অঙ্গ সংগঠন

একুশের চেতনায় উজ্জীবিত চাঁদপুর বিএনপি ও অঙ্গ সংগঠন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে একুশের উজ্জীবিত হয়ে চাঁদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একাধিক কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সাবেক ছাত্রনেতা মানিকুর রহমান মানিক, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, বিএনপি নেতা হারুন মোল্লা, শহীদ ফারুক, মুকবুল হোসেন, আব্দুর রব, মজিবুর রহমান, ছাতনেতা হাসানাত, অলি, মাহবুব, টিটু, আবু, সৈয়দ, ফজলু, শুভ, সুকুমার, হান্নান, মহিউদ্দিন, ইমনসহ অসংখ্য নেতৃবৃন্দের নেতৃত্বে নেতাকর্মীদের একটি ভাষা দিবসের মিছিল বের করে।

মিছিলটি কালীবাড়ি শপথ চত্ত্বর থেকে শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদেরকে ভাষা শহীদদের স্মরণে নানা শ্লোগান দিতে দেখা গেছে।

মিছিলের প্রাক্কালে চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, ‘আজকের একুশের চেতনা থেকে গণতন্ত্রের মুক্তি তথা মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য শপথ নিতে হবে। আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে পূর্বের ন্যয় দুর্বার গতিতে সবাই একযোগে কাজ করতে হবে।’

মিছিলে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ পরে একযোগে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply