চাঁদপুর

চাঁদপুরকে নিয়ে গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন

চাঁদপুর জেলা
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্হলে এ জেলা অবস্থিত। চাঁদপুরের মানুষ আতিথেয়তার জন্য বিখ্যাত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে “ইলিশের বাড়ি” নামে ডাকা হয়। ১৯৮৪ সালের আগ পর্যন্ত এটি বৃহত্তর কুমিল্লার একটি অংশ ছিল।

নামকরণের ইতিহাস
বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে. এম. সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর।

অন্যমতে, চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন। তার নামানুসারে নাম হয়েছে চাঁদপুর। মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর ২ নং সেক্টরের অধিনে ছিলো

চাঁদপুরকে নিয়ে গুরুত্বপূর্ণ ২০ প্রশ্ন

১। চাঁদপুরকে জেলা হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তর : ১৯৮৪ সালে।

২। ইলিশের বাড়ি বলা হয় কোন জেলাকে?
উত্তর : চাঁদপুর জেলাকে।

৩। চাঁদপুর কোন মাছের জন্য বিখ্যাত?
উত্তর : ইলিশ মাছের জন্য।

৪। চাঁদপুরের আয়তন কত?
উত্তর : ১৭৪০৬ কিমি২ (৬৭২০ বর্গমাইল)

৫। চাঁদপুর জেলায় কতটি উপজেলা রয়েছে?
উত্তর : ৮টি।

৬। চাঁদপুরে এসে কোন তিনটি নদী মিলিত হয়েছে?
উত্তর : পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া।

৭। চাঁদপুর জেলায় কতটি নদী রয়েছে?
উত্তর : ৮টি নদী।

৮। চাঁদপুর জেলার জনসংখ্যা কত?
উত্তর : ২৪ লাখ ১৬ হাজার ১৮ জন। (২০১১ সালের তথ্যমতে)

৯। অঙ্গীকার-এর শিল্পী কে?
উত্তর : সৈয়দ আবদুল্লাহ খালিদ।

১০। চাঁদপুর জেলায় কতটি গ্রাম রয়েছে?
উত্তর : ১ হাজার ৩শ’ ৬৫টি গ্রাম রয়েছে।

১১। এ জেলায় কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?
উত্তর : ৮৯টি।

১২। জেলায় কতটি পৌরসভা রয়েছে?
উত্তর : ৭টি।

১৩। চাঁদপুরের সংসদীয় আসন কতটি?
উত্তর : ৫টি।

১৪। এ জেলার কতভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী?
উত্তর : ৯২.৫৫ ভাগ।

১৫। এ জেলার শিক্ষার হার কত?
উত্তর : ৬৯.৮০ ভাগ।

১৬। চাঁদপুর নামকরণটি কত বছর আগের?
উত্তর : প্রায় ৭শ’ বছর আগের।

১৭। এ জেলার দুজন বরেণ্য চিত্রশিল্পীর নাম কি?
উত্তর : হাশেম খান ও মনিরুল ইসলাম।

১৮। চাঁদপুর পৌরসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৯৬ সালে।

১৯। চাঁদপুর জেলার একজন সেক্টর কমান্ডারের নাম বলুন।
উত্তর : লেঃ কর্নেল আবু ওসমান চৌধুরী।

২০। চাঁদপুর জেলার মোট আবাদি জমির পরিমান কত?
উত্তর : ১ লাখ ৬৫ হাজার ১১৪ হেক্টর।

 

বার্তা কক্ষ

আবদুস সালাম

Share