Home / সারাদেশ / চট্টগ্রামে ভণ্ড কবিরাজের হাতে প্রাণ গেল শিশুর
চট্টগ্রামে ভণ্ড কবিরাজের হাতে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে ভণ্ড কবিরাজের হাতে প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামে ভণ্ড কবিরাজের হাতে মারা গেছে আতিক উল্লাহ চৌধুরী আফিপ (৮) নামে এক শিশু। এমনই অভিযোগ করেছেন শিশুটির মা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে।

রোববার গভীর রাতে নিহতের মা রোজি আক্তার বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আফিপ উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীর মো. তবিউল্লাহ চৌধুরীর ছেলে। সে স্থানীয় প্রিমিয়ার পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

অভিযুক্ত কবিরাজ রুজি আক্তার ওরফে বাছু (৩০) হাটহাজারী উপজেলার খন্দকিয়া এলাকার দিদার হাজীর বাড়ির মো. ইলিয়াছ ওরফে মনু মিঞার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (৪ নভেম্বর) বিকেলে আফিপের পেট ব্যাথা হওয়ায় রোজি আক্তার তার নিকটাত্মীয় ও কথিত কবিরাজ রুজি আক্তার ওরফে বাছুর কাছে চিকিৎসার জন্য নিয়ে যায়। কবিরাজ বাছু জানান আফিপকে জ্বীনে ধরেছে। এসময় কথিত কবিরাজ আফিপকে কিছু পানি, একটি লাল জবা ফুল ও কয়েক খোসা কাঁচা রসুন খেতে দেয়। কিছুক্ষণ পর আফিপকে ঠাণ্ডা পানিতে গোসল করিয়ে কবিরাজের আসন ঘরে নিয়ে বসানো হয়। পরে ঝাড়-ফুঁকের নামে ওই দিন বিকেল থেকে পরের দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল এগারোটা পর্যন্ত আফিপকে কবিরাজের আসন ঘরে বন্দী করে রাখা হয়। সকাল সাড়ে এগারোটার দিকে ওই কবিরাজ আসন ঘর থেকে বেরিয়ে জানান আফিপকে জ্বীনে মেরে ফেলেছে।

নিহত আফিপের মা রোজী আক্তার বলেন, ‘ওই কবিরাজ আমার ছেলেকে নির্যাতন করে হত্যা করেছে। চিকিৎসার নামে ঠাণ্ডার মধ্যেও গোসল করিয়েছে, কাঁচা রসুনসহ নানা কিছু খাইয়ে তাকে হত্যা করা হয়েছে।’

তিনি জানান, ঘটনার ধাক্কা সামলাতে না পারায় এবং খুনি নিকটাত্মীয় হওয়ায় মামলার সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। এছাড়া গতকাল দুপুর থেকে ছেলে হত্যার বিচার চেয়ে হাটহাজারী থানায় মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ তা নিতে গড়িমসি করে। পরে স্থানীয়দের চাপে গভীর রাতে পুলিশ মামলা নিতে বাধ্য হয়।’

হাটহাজারী থানার ওসি ইছমাইল বলেন, ‘কবিরাজের হাতে এক শিশু নিহতের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

 

নিউজ ডেস্ক ||আপডেট: ১০:২৮ পিএম, ০৯ নভেম্বর ২০১৫, সোমবার

এমআরআর