Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড়

কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি

চাঁদপুরের কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি,বৈদ্যুতিক খুটি ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে বড়বড় গাছ উপড়ে পড়ে দোকানপাট ভাঙচুর,বৈদ্যুতিক সংযোাগ বিচ্ছিন্ন হওয়া দুভোর্গে পড়েছে অনেকে। ফলে গুরুত্বপূর্ন অনেক সড়েকের গাছ ভেঙ্গে রাস্তা ভেঙ্গে পুকুরে তলিয়ে গেছে এবং কৃষকের ফসলি জমিতে আমন ও বোরো ধানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

সরেজমিনে কাদলা ইউনিয়নের বিভিন্ন স্থানে দরবেশগঞ্জ,মনপুরা,কাপিলা,বাড়ি,বাতাবাড়িয়া ,নয়াকান্দি,সাচার,হাতিরবন্দ,বাচাঁইয়া সহ বিভিন্ন এলাকায় তেতুল গাছ,দোকান ও বৈদ্যুতিক খুটি ভেঙ্গে গেছে। ফলে অনেক দোকানীর অনেক মালামাল নষ্ট হওয়ায় নি:স্ব হওয়ার উপক্রম হয়েছে তাদের ক্ষতিগ্রস্থ এলাকাবাসীরা জানান, ঘুর্ণিঝড় সিত্রাং এর কারণে গাছ পড়ে আমাদের দোকানপাট ভেঙ্গে যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ক্ষতিপূরনে সরকারি ভাবে আর্থিক সহায়তার কামনা করেন তারা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ অক্টোবর ২০২২