Home / সারাদেশ / কুমিল্লায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব
sitrang

কুমিল্লায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব

কুমিল্লায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে ব্যপক ক্ষতি সাধন হয়েছে। ঘরে গাছ পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নেজাম উদ্দিন, তাঁর স্ত্রী শারমিন আক্তার সাথি ও তাঁদের চার বছরের শিশু নুসরাতি।

সোমবার দিবাগত রাতে জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবাওে এই তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়। লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক পরিবারের চারজন আহত হয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অনেকেই।

এছাড়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে কুমিল্লার বিভিন্ন এলাকায় গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে পৌর পর্কেও প্রকান্ড গাছ পরে কুমিল্লা জেলা প্রশাসন কর্যলয়ের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের ব্যাপক ক্ষতি হয়েছে।

সড়কে বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকায়। ফলে জেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়-ক্ষতির খোজ খবর নিতে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিত খোঁজ খবর নেওয়া হয়ে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৫ অক্টোবর ২০২২