Home / বিশেষ সংবাদ / হ‌ুমায়ূন আহমেদের স্মরণে গুগলের ডুডল
হ‌ুমায়ূন আহমেদের স্মরণে গুগলের ডুডল

হ‌ুমায়ূন আহমেদের স্মরণে গুগলের ডুডল

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যক প্রায়ত হুমায়ূন আহমেদকে নিয়ে বিশ্ব বিখ্যাত সার্চ ইন্জিন গুগল ডুডল তৈরি করেছে।

আজ সোমবার (১৩ নভেম্বর) গুগলে গেলেই চমকে উঠবেন। হ‌ুমায়ূনের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ডুডল প্রদর্শন করছে সার্চ ইন্জিনটি।

বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি।

এতে দেখা যাচ্ছে—চায়ের টেবিলে বই হাতে বসে আছেন হ‌ুমায়ূন আহমেদ। তার তৈরি জনপ্রিয় চরিত্র হিমু হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হেঁটে যাচ্ছে। আর চারপাশে প্রকৃতির আবহ দিয়ে সাজানো হয়েছে ইংরেজি গুগল লেখাটি।

বিশেষ দিন, ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বা স্মরণ করতে গুগল তাদের হোমপেজে বিশেষ লোগো প্রদর্শন করে। এটা ডুডল হিসেবে পরিচিত। গুগল সার্চের মূল পাতায় প্রদর্শিত লোগোটির নিচে থাকে সার্চ বার। ডুডলের ওপর ক্লিক করলে হুমায়ূন আহমেদ সম্পর্কে সব খবর, তথ্য এক পাতায় দেখাচ্ছে গুগল।

এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, প্রখ্যাত স্থপতি এফ আর খানের জন্মদিনসহ বেশ কিছু উল্লেখযোগ্য ডুডল প্রকাশ করেছে গুগল।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্ম। বাবা ফয়েজুর রহমান ছিলেন পুলিশ কর্মকর্তা। শৈশবে বাবার কাজের সূত্রে ঘুরেছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। একাত্তরে পাকিস্তানি সেনাদের হাতে হারাতে হয় বাবাকে। সেই থেকে মা আয়েশা ফয়েজ ও ছোট পাঁচ ভাইবোনের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন তরুণ হুমায়ূন।

একাত্তরে অনেকের সঙ্গে তিনি বন্দি ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর শিবিরে। সেখানে বসেই লিখেছিলেন প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। দেশ স্বাধীন হলে বই আকারে প্রকাশ পায় এটি। তারপর থেকেই বাঙালি তরুণদের মনে স্থায়ী আসন গেঁড়ে বসেন দুইশ’রও বেশি গ্রন্থের এই জনক। তার দুই সহোদর মুহাম্মদ জাফর ইকবাল এবং আহসান হাবীবও জনপ্রিয় লেখক।

২০১২ সালের ১৯ জুলাই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা যান হুমায়ূন আহমেদ।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১২ : ০০ পিএম, ১৩ নভেম্বর, ২০১৭ সোমবার
এইউ

Leave a Reply