Home / আন্তর্জাতিক / গরু জবাই করলে খুনের শাস্তি
গরু জবাই করলে খুনের শাস্তি

গরু জবাই করলে খুনের শাস্তি

chandpurtimes Desk:

মহারাষ্ট্রের পর এবার গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে হরিয়ানা রাজ্য সরকার। তবে ভারতের উত্তাঞ্চলীয় এই রাজ্যটি শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত হবে না। গরু কাটা বা গরুর মাংস বিক্রির চেষ্টা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার আওতায় পড়বে। অর্থাৎ এধরনের কাজ খুনের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

গরুর মাংস নিষিদ্ধ করায় ইতোমধ্যেই সমালোচনার শিকার হয়েছে মহারাষ্ট্রের বিজেপি সরকার। গত ৩ মার্চ তারা এই ঘোষণা দেয়। তবে বিতর্ক, সমালোচনাকে উড়িয়ে দিয়ে হরিয়ানা-র বিজেপি সরকারও রাজ্যে নিষিদ্ধ করতে চলেছে গরুর মাংস। গত সোমবার থেকে শুরু হওয়া রাজ্য বাজেট অধিবেশনেই গরুর মাংস নিষিদ্ধ করার ব্যাপারে কড়া আইন আনতে চলেছে তারা।

গত বছর হরিয়ানায় নির্বাচনি ইশতেহারেই বিজেপি ঘোষণা করেছিল, জয়ী হয়ে সরকার গঠন করলে তারা এ ধরনের পদক্ষেপ নেবে।

এই পদক্ষেপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন আখ্যা দিয়ে হরিয়ানার বিজেপি নেতা রামবিলাস শর্মা বলেন, ‘গরুর সুরক্ষা সুনিশ্চিত করা উচিত। গরুর দেখভালের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দরকার। গরু আমাদের ধর্ম ও সমাজের একটি পবিত্র প্রাণী। তাই গোহত্যার ঘটনায় প্রধানমন্ত্রী খুবই দুঃখ পান।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।