Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ‘কুরআন বাস্তবায়নে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে’
কুরআন বাস্তবায়নে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে

‘কুরআন বাস্তবায়নে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে’

চাঁদপুর সদর উপজেলা জনকল্যাণ বাজারের ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে বক্তারা

“সারা বিশ্বব্যাপী সকল ইহুদি, খ্রীস্টান, মুশরেকরা আজ ইসলামকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মুসলিম ব্যাতিত সকল ধর্মের অনুসারীরা একত্রিত হয়ে আজ জোট বেঁধেছে। একদিকে তারা সন্ত্রাসী কায়দায় মুসলিম দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। হাজার হাজার মুসলিম নর-নারী ও শিশু হত্যা করছে।

অন্যদিকে নিরস্ত্র নিরাপরাধ মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচয় করাতে চাচ্ছে। আর এ অজুহাতে সারা বিশ্বের ন্যায় বর্তমানে বাংলাদেশেও আলেম ওলামা পীর মাশায়েখদেরকে বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে। যারা জীবনভর কুরআনের খেদমত করেছেন এমন আলেমদেরকে নারী ধর্ষণ, মানুষ হত্যাসহ বিভিন্ন অজুহাতে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। নিরাপরাধ মুসলমানদেরকে আজ ফাঁসিতে ঝুলতে হচ্ছে।

কিন্তু চোর, ডাকাত এবং প্রকৃত মানুষ হত্যাকারী, নারী ধর্ষণকারীদেরকে মামলা থেকে অব্যহতি দেয়া হচ্ছে। তাই আজ বাংলার জমিনে কুরআনের আইন বাস্তবায়ন বড় জরুরি হয়ে পড়েছে। এ জন্যে কুরআনের আইন বাস্তবায়নে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে।”

চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর জনকল্যাণ বাজার স্কুল মাঠে ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে আগত বক্তারা এসব কথা বলেন।

এ ছাড়াও বক্তারা বর্তমান প্রেক্ষাপটে কুরআন হাদিসের আলোকে মুসলমানদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন এবং দৈনন্দিন জীবনে আল্লাহ ও রাসূলের বিধি বিধান মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন।

পাশাপাশি বর্তমানে বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে বিশেষ করে নিষ্পাপ (নায়েবে রসূল) আলেম-ওলামাদের বিরুদ্ধে যে সড়জন্ত্র চলছে, সে দিকে সজাগ দৃষ্টি রেখে ইসলামের শত্রুদের বিরুদ্ধে প্রতিটি পাড়া-মহল্লায় সামাজিকভাবে প্রতিরোধমূলক আন্দোলন গড়ে তুলে সকল ষড়জন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়রম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল উদ্বোধধন করেন ডব্লিউ রহমান জুট মিল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন।

১২ নভেম্বর বৃহস্পতিবার প্রথম দিন হাফেজ মাওলানা জাকির হোসাইনের উপস্থাপনায় মাহফিলে তাফসির পেশ করেন খতমে নবুওয়্যাত বাংলাদেশের সভাপতি ও মুন্সিগঞ্জের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মুফতি নূর হোসাইন নূরানী, নরসীংদি জামেয়া কাসেমিয়ার মোহাদ্দিস আলহাজ্ব মাওলানা খোরশেদ আলম, চাঁদপুর আলী রাজা জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ, জনকল্যাণ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মু. আব্দুস সামাদ নেছারী প্রমূখ।

১৩ নভেম্বর শুক্রবার দ্বিতীয় দিন হাফেজ মাওলানা ওমর ফারুকের উপস্থাপনায় মাহফিলে তাফসির পেশ করেন ঢাকা মালিবাগ মাদরাসা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, গাজীপুর জেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান মিয়জী, চাঁদপুর ট্রাকঘাট জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মু. মোস্তফা, আল আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মু. ফখরুল ইসলাম মাসুম প্রমূখ।

১৪ নভেম্বর শনিবার তৃতীয় দিন আলহাজ্ব হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ-এর উপস্থাপনায় সারা রাত ব্যাপী মাহফিলে তাফসির পেশ করেন ঢাকা ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি আলহাজ্ব মাওলানা মুফতি আবু সাঈদ, বিটিভি ও মোহনা টিভির আলোচক আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, ঢাকা নবাবগঞ্জ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবুল কালাম জামালী, মুফাস্সেরে কুরআন আলহাজ্ব মাওলানা নুরুল আমিন, বগুড়ার অন্ধ হাফেজ আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ বিন আনিস, ঢাকা ঐতিহাসিক চাঁদ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শামিম মজুমদার, মাদরাসাতু ইশায়াতিল উলুম গাছতলা মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী প্রমুখ।

এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ওলামায়েকেরামগণ মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলে আখেরী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা অলি উল্লাহ। মাহফিলে প্রতিদিনই ইসলামী সংগীত পরিবেশন করেন আল আমিন মডেল মাদরাসার ছাত্রবৃন্দ।

এমএ আকিব