Home / সারাদেশ / কুমিল্লায় স্বর্ণালংকারসহ তিন ডাকাত গ্রেপ্তার
কুমিল্লায় স্বর্ণালংকারসহ তিন ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় স্বর্ণালংকারসহ তিন ডাকাত গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশপ্রহরীকে বেঁধে রেখে চাঞ্চল্যকর স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনার একমাস পর লুণ্ঠিত স্বর্ণালংকারসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তিন আসামীকে আটক করে চৌদ্দগ্রাম থানা।

এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, মোবাইল সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল¬াহ আল মামুন জানান, “৭ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপলোর বাবুর্চি বাজারে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা বাজারের নৈশপ্রহরীরদের অস্ত্রের মুখে জিম্মি করে, তাদের হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা মা’মণি শিল্পালয়সহ ক’টি দোকানের তালা কেটে নগদ ৫লক্ষাধিক টাকা, স্বর্ণ ভর্তি সিন্দুকসহ ক’টি দোকানের মালামাল লুটে একটি ট্রাকে করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন আকাশ বণিক আবু বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার ভিত্তিতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে দীর্ঘ এক মাসে আসামীদের অবস্থান শনাক্ত করে পুলিশ।

শনিবার রাতে চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল¬াহ-আল-মাহফুজের নেতৃত্বে পুলিশ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেপ্তার করে। এদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণালংকার, মোবাইল সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরাকৃতরা হচ্ছে ট্রাকচালক পটুয়াখালীর বদর উদ্দিন ঢালী ও হাবিব প্রকাশ হাবু এবং বরগুনার মো. দুলাল।

রোববার দুপুরে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

কুমিল্লা করেসপন্ডেন্ট 

||আপডেট: ০৮:২১ পিএম, ০৮ নভেম্বর ২০১৫, রোববার

এমআরআর