Home / সারাদেশ / কুমিল্লায় ট্রেনের ধাক্কায় গেটম্যান নিহত
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় গেটম্যান নিহত
ফাইল ছবি

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় গেটম্যান নিহত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় এক গেটম্যান নিহত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে জেলার সদর দক্ষিন উপজেলার বাগমারায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে এ দূর্ঘটনা ঘটে। নিহত গেটম্যানের নাম আব্দুল হান্নান (৪৬)।

কুমিল্লঅ রেলস্টেশন সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি রোববার বিকেল ৪টার দিকে কুমিল্লার লালমাই রেলস্টেশন অতিক্রম করে। এরপর ট্রেনটি বিকেল সোয় ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার বাগমারা রেলক্রসিং গেট অতিক্রম করার সময় গেটম্যান হান্না ক্রসিংয়ের গেটবেরিয়ার নামান। পরে তিনি রেল লাইনের পাশে দাঁড়িয়ে পতাকা হাতে ট্রেনটিকে সবুজ সংকেত দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম জিআরপি পুলিশ জানায়, এ সময় গেটম্যান নিরাপদ দূরত্বে না দাড়ানোয় ট্রেনটির ধাক্কায় পাশে ছিটকে পড়েন। পরে লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে রেল বিভাগে খবর দেয়। জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।

নিহত আব্দুল হান্নান জেলার বড়–রা উপজেলার বাসপুর গ্রামের প্রয়াত লাল মিয়া ভূইয়ার ছেলে।

কুমিল্লা করেসপন্ডেন্ট || আপডেট: ০৮:০০ পিএম, ১১ অক্টোবর ২০১৫, রবিবার

ডিএইচ/২০১৫।