Home / সারাদেশ / কুমিল্লায় করোনা শনাক্ত ১৩ হাজার ছাড়াল
কুমিল্লায়

কুমিল্লায় করোনা শনাক্ত ১৩ হাজার ছাড়াল

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৬৩টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত কুমিল্লায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৩ হাজার ১৬ জন। মৃত্যু হয়েছে ৪৪৬ জনের।

১১ জুন শুক্রবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। তিনি কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

মীর মোবারক হোসেন আরও জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৩ দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১জন, বুড়িচংয়ের একজন, ব্রাহ্মণপাড়ার দুইজন, চৌদ্দগ্রামের দুইজন, লাকসামের চারজন, নাঙ্গলকোটের একজন, বরুড়ার একজন এবং মুরাদনগরের একজন রয়েছেন। আক্রান্তের হার ১৪ দশমিক ১ শতাংশ।

এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ জন। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩৫ জন এবং আদর্শ সদর উপজেলার পাঁচজন রয়েছেন। এনিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৮৩ জন।

কুমিল্লা প্রতিনিধি,১১ জুন ২০২১