সারাদেশ

কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওসি রফিকের মৃত্যু

রাজধানীর কাফরুলে ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।

মোজাম্মেল হক জানান, রাত ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলামের লাশ ঢামেক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলেও জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।

২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর কাফরুল থানার ১৫৫ উত্তর ইব্রাহিমপুরে নিজ বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধের জেরে মোমিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মোমিনের বাবা প্রয়াত আবদুর রাজ্জাক বাদী হয়ে মতিঝিল থানার তৎকালীন ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

ওই খুনের ঘটনায় ২০০৫ সালেই আদালতে আত্মসমর্পণ করেন মতিঝিল থানার ওসি রফিকুল। পরে ২০১১ সালের ২১ জুলাই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম ওসি রফিকুল ইসলামসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও মামলার অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেছিলেন। তবে রায় বিবেচনায় থাকায় সাবেক ওসি রফিক এতদিন কারাগারেই ছিলেন।
ডেস্ক ।। আপডেট : ০৩:০৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ

Share