Home / সারাদেশ / করোনার প্রভাবে ছাপা পত্রিকার বিক্রি নেমেছে অর্ধেক
করোনার সংক্রমণ

করোনার প্রভাবে ছাপা পত্রিকার বিক্রি নেমেছে অর্ধেক

করোনার প্রভাবে দেশব্যাপী নানান সতকর্তা মধ্যে কমেছে ছাপানো পত্রিকার বিক্রি। মঙ্গলবার সংবাদপত্রের বিক্রি ৮ মার্চের আগের তুলনায় ৬০ শতাংশ কমেছে বলে জানিয়েছে হকার্স ইউনিয়ন। এ তথ্যের সত্যতা মিলেছে হকারদের সাথে কথা বলেও।

সূত্র মতে, ১৫ দিন ধরে সংবাদপত্রের চাহিদা একটু একটু করে কমছে। অন্যদিকে রাজধানীর বাইরের বেশ কিছু পত্রিকা ঘোষণা দিয়েই ছাপানো বন্ধ করে দিয়েছে।

রাজধানীবাসী অনেকেই বলছেন, তারা এ পরিস্থিতিতে ছাপানো সংবাদপত্রের বদলে ইন্টারনেট সংবাদপত্রের উপরই নির্ভর করছেন।

বিশ্বে মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ রোগী গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে ধরা পড়ে। তারপর থেকে সংক্রমণ প্রতিরোধে মানুষের পারস্পরিক সংস্পর্শ এড়িয়ে চলা শুরু হয়।

বার্তা কক্ষ , ২৬ মার্চ ২০২০