Home / উপজেলা সংবাদ / কচুয়া / করলা ক্ষেতের সাথে এ কেমন আচরণ!
করলা ক্ষেতেরসাথে এ কেমন আচরণ!

করলা ক্ষেতের সাথে এ কেমন আচরণ!

চাঁদপুর কচুয়া উপজেলার পালাখাল গ্রামে মৌসুমী সবজি করলা গাছের চারা উপড়ে ফেলেছে কতিপয় দূর্বৃত্তরা।

এ ঘটনায় ফসলি জমির মালিক আব্দুল হান্নান এখন পাগল প্রায়।

আব্দুল হান্নান জানায়, উপজেলার ভূঁইয়ারা গ্রামের অধিবাসী যুবক আব্দুল হান্নান পালাখাল কলেজ সংলগ্ন হেলাল মিয়াজীর ১৮ শতাংশ ভূমি সন মেয়াদী নিয়ে প্রায় মাস খানেক পূর্বে শীতকালীন সবজি করলার বীজ রোপন করেন। এতে তার ফসলী জমিতে করলার চারা গুলো বড় হতে শুরু করে, রোববার রাতে কোন একসময় দূর্বৃত্তরা তার ফসলী জমিতে প্রবেশ করে শত্রুতার জের ধরে করলা গাছের চারা গুলো উঠিয়ে ফেলে। এতে তার প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একদিকে করলা জাতের গাছ ও অন্যদিকে ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক আব্দুল হান্নান।

বিষয়টি ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু,কচুয়া
।। আপডটে, বাংলাদশে সময় ০৫ : ১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার
এইউ

Leave a Reply