Home / উপজেলা সংবাদ / কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভা
কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভা

কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভা

কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (বিআরডিবি’র) ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ বিআরডিবি’র কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিআরডিবি’র সভাপতি ইসমাইল মিয়ার সভাপতিত্বে ও করইশ কৃষক সমবায় সমিতির ম্যানেজার মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মবিন, পরিসংখ্যান কর্মকর্তা আবিদ মিয়া ও পল্লী বিদ্যুতের ডিজিএম জাকির হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডা মো. জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার, সমিতির সাবেক সভাপতি ও বাসাবাড়িয়া কৃষক সমবায় সমিতির ম্যানেজার সিদ্দিকুর রহমান, চক্রা উত্তর সমবায় সমিতির চেয়ারম্যান ইদ্রিস আলী পাটোয়ারী, মেঘদাইর সমবায় সমিতির ম্যানেজার আলী আশরাফ মুন্সি, চারটভাঙ্গা সমবায় সমিতির ম্যানেজার সাইফুর রহমান বাহাদুর প্রমুখ।

সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন কচুয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসানাত। সাধারণ সভায় সাপ্তাহিক প্রশিক্ষণ ক্লাসে হাজিরা, সঞ্চয় আমানত জমা, নির্ধারিত সময়ে আবর্তক ঋণ পরিশোধ, ফসলী ঋণ পরিশোধ ও শেয়ার জমায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা বিআরডিবি’র বিভিন্ন কৃষক সমবায় সমিতির ম্যানেজার, সদস্য ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৭:৪২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর