Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
কচুয়ায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

কচুয়ায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ৩ দিনব্যাপি ফলদবৃক্ষ মেলা মঙ্গলবার (১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ. শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,কচুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান,

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আহসান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পৌর আওয়ামীলীগের আহবায়ক আকতার হোসেন সোহেল ভূইঁয়া, সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। র‌্যালি ও ফিতাকেটে ৩ দিন ব্যাপি মেলা উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার সব ক’টি স্টল ঘুরে দেখেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন এবং কোয়া সমবায় সমিতির সদস্যদের মারাইকল ও ট্রাক্টর বিতরণ করেন।

প্রসঙ্গত, কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার শুরু হওয়া ফলদ বৃক্ষ মেলা আগামি বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত হবে।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১: ৫০ পিএম, ১ আগস্ট ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply