Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সেলু মেশিন বন্ধ রেখে অন্যকে হয়রানির অভিযোগ
Kachua...

কচুয়ায় সেলু মেশিন বন্ধ রেখে অন্যকে হয়রানির অভিযোগ

চাঁদপুরে কচুয়ায় ৮নং কাদলা ইউনিয়নে বাতাবাড়িয়া পূর্ব বিলে সেলুর মেশিন দীর্ঘদিন ধরে বন্ধ রেখে প্রায় এক একর জমির উপর ড্রেন দিয়ে দখল করে রাখার অভিযোগ উঠেছে। ওই গ্রামের সফিউল্যাহ গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

জানা গেছে কৃষি জমি চাষাবাদ করার জন্য ড্রেন কেটে জমির পরিমান করলে কৃষকদের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রভাবশালী সেলুর মালিক বাতাবাড়ীরা গ্রামের অধিবাসী সফিউল্যাহ বাদী হয়ে অভিযোগ দিয়ে হয়রানির করছেন বলে স্থানীয়ার কৃষক’রা দাবী করেন।

স্থানীয় কৃষক নজরুল ইসলাম,আব্দুল হক,আহসান উল্যাহ,শহিদুল ইসলাম,মকবুল হোসেন জানান,বাতাবাড়িয়া পূর্ব বিলে মৃত আব্দুল মজিদের ছেলে সফিউল্যাহ তার বাড়ির পাশে সেলুর মেশিন বসায়। ওই সেলু মেশিন প্রায় ৪ বছর ধরে বন্ধ রেখে এলাকার বিভিন্ন চাষাবাদী কৃষি জমি ড্রেন দিয়ে দখল করে রেখেছেন। বর্ষা মৌসুম শেষে জমির উপর ড্রেন থাকার কারনে পানি নিষ্কাশন চলাচল না হওয়ায় ফসলীয় জমি পানি আটকিয়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকার শতশত কৃষকদের।

স্টাফ করেসপন্ডেট,২৪ ডিসেম্বর ২০২০