Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন পাটোয়ারী আর বেচেঁ নেই
ইউপি
আলাউদ্দিন পাটোয়ারী

কচুয়ায় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন পাটোয়ারী আর বেচেঁ নেই

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন পাটোয়ারী আর বেচেঁ নেই (ইন্না-লিল্লাহী…..রাজীউন)। তিনি শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ১মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। মুরহুমের জানাজা ওই দিন শুক্রবার বারৈয়ারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে বারৈয়ারা জান্নাতুল বাকী কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

স্থানীয়রা জানান, মরহুম আলাউদ্দিন মেম্বার বিগত ৫বছর ইউপি সদস্য থাকাকালীন এলাকার ধমীয় ও সামাজিক অনেক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। পাশাপাশি তিনি এলাকার একজন প্রতিবাদী মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন।

সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন পাটোয়ারীর মৃত্যুতে ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ মে ২০২৪