Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় রাগদৈল উবির অভিভাবক সদস্য মনোনীত
kachua-Ragdoil-

কচুয়ায় রাগদৈল উবির অভিভাবক সদস্য মনোনীত

চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল আইএম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ৫ জনকে মনোনীত করা হয়েছে।

নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (১৬ এপ্রিল) ১১ জন প্রার্থীর মধ্যে ০৭ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় অবশিষ্ট ৫ জনকে প্রাথমিকভাবে উক্ত পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

মনোনীতরা হলেন, ডা. রনজিৎ চন্দ্র সরকার, মো. শহীদ উল্যাহ পাটওয়ারী, মো. রকিবুল ইসলাম ভূঁইয়া,মো. নঈমুল ইসলাম মুন্সি রিয়াদ ও সংরক্ষিত পদে মোসাম্মৎ ফাতেমা বেগম।

এ উপলক্ষে সোমবার (১৬ এপ্রিল) বিদ্যালয় মিলনাতয়নে এক বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার মো. রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি ও কচুয়ার কৃতি সন্তান জি.এম আতিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার মো. হাবিবুর রহমান জাহাঙ্গীর। বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপািত ইঞ্জি: জহিরুল ইসলাম প্রধান,বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন ফরাজী,ইউপি সদস্য ফরহাদ হোসেন খান,সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন ফরাজী।

প্রত্যাহরের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করায় আলোচনা সভায় নির্বাচনী দায়িত্বশীল ব্যক্তিরা সংরক্ষিত ৫ জন প্রার্থীকে ওই বিদ্যালয়ের অভিভাবক পদে মনোনীত করেছেন।

এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহআলম চৌধুরী, গাজী সফিউল্যাহ ও সংরক্ষিত পদে নীল সূত্রধর মনোনীত হয়েছে।
২৭ এপ্রিল প্রাথমিক ভাবে মনোনীত (নির্বাচিত) প্রার্থীদের ফলাফল বেসরকারি ভাবে ঘোষনা করা হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস জানিয়েছেন।

জিসান আহমেদ নান্নু

Leave a Reply