Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
kachua-fire-photojpg
কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর।ইনসেটে কম্বল বিতরণ করছেন উপজেলা প্রশাসন।

কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ

চাঁদপুর কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার রাত ৭টার দিকে মনোহরপুর খানেকা শরীফ বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিরীহ ৫টি পরিবাবের ৭টি ঘর পুড়ে যাওয়ায় ঘটনায় সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ১০টি কম্বল বিতরণ করেন।

ক্ষতিগ্রস্তদের পক্ষে কম্বল গ্রহন করেন, স্থানীয় ইউপি সদস্য ও প্যালেন চেয়ারম্যান মো. জাকির হোসেন সরকার।

অগ্নিকা- সম্পর্কে জানা যায় ওই গ্রামের নাছিমা গৃহে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীদের খবর দেয়।

খবর পেয়ে দমকল বাহিনী ও এলাকাবাসীর সহায়তয়া প্রায় ১ ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি কিংবা এতে কেউ হতাহত হয়নি।

অগ্নিকাণ্ডে ওই বাড়ির নাছিমা বেগম, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, ফয়েজ উল্যাহ ও মোশারফ হোসেনের ছোট বড় ৭টি ছোট-বড় ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে নগদ টাকা, কাগজপত্র, মালামালসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতিসাধান হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো দাবী করেছেন। ক্ষতিগ্রস্তরা তাদের মাথা গোজার ঠাই হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২৫ ফেব্রুয়ারি, ২০১৯