Home / উপজেলা সংবাদ / কচুয়া / ‘কচুয়ায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ না করলে লাইসেন্স বাতিল করা হবে’
Mohiuddin Khan Alamgir
ফাইল ছবি।

‘কচুয়ায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ না করলে লাইসেন্স বাতিল করা হবে’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, কচুয়া-কাশিমপুর সড়কটি তৎকালীন আওয়ামী সরকারের আমলে আমি প্রতিমন্ত্রী থাকাকালীন পাকা করণ করেছি। পরবর্তীতে ২০০১-২০০৮ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের এক মন্ত্রী দায়িত্ব থাকাকালীন এ রাস্তাটিতে একটি ইটা বালিও সংস্কার করেননি। রাস্তাটি সংস্কারের জন্য আমি ইতিমধ্যে বিশ্ব ব্যাংক থেকে অর্থায়নের ব্যবস্থা করেছি। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আগামী ২০ তারিখের মধ্যে কচুয়া-কাশিমপুর-নারায়নপুর সড়কের সংস্কারের কাজ শুরু না করলে তার লাইসেন্স বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

তিনি ঈদের পর দিন কচুয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গুলবাহার তাঁর নিজ বাসভবনে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কর্মসংস্থানের ব্যপ্তি বাড়াতে হলে উৎপাদন বাড়াতে হবে। দেশে সাম্প্রতিক জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়তে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের এগিয়ে আসতে হবে। আমাদের সকলের বড় পরিচায় আমরা বাঙ্গালী ও মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুদা ও দারিদ্র মুক্ত অসাম্প্রদায়ীক দেশ গড়ার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সাবাইকে একযোগে কাজ করতে হবে।

কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূইয়া, ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, মোস্তাফিজুর রহমান জুয়েল, ইমাম হোসেন সোহাগ, কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম লালু, আহসান হাবিব জুয়েল প্রমুখ। এসময় ১২টি ইউনিয়ন নবনির্বাচিত মেম্বার ও মহিলা মেম্বারসহ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘কচুয়ায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ না করলে লাইসেন্স বাতিল করা হবে’

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া

Leave a Reply