Home / উপজেলা সংবাদ / কচুয়ায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা-ভাংচুর
chandpur news
প্রতীকী

কচুয়ায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা-ভাংচুর

চাঁদপুরের কচুয়ায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের তুলাতুলী গ্রামে হামলা-ভাংচুর ও আহতের এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হচ্ছে- তুলতুলী গ্রামের আব্দুল আউয়াল (৩৮), শহিদ উল্লাহ (৩৫), হরিকমল (৪২), কোমর (২৮), অনাথ মজুমদার (৫৫)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অনাথ মজুমদার বাদী হয়ে ৩ জনকে আসামী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগরা হচ্ছেন- তুলাতুলী গ্রামের আব্দুল মান্নানের পুত্র জসিম (৩৫), মোশাররফ (৩০) ও মনোহরপুর গ্রামের সফিকুল ইসলামের পুত্র মহসিন (২৮)।

এদের মধ্যে মহসিনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার তুলাতুলী গ্রামে ব্যক্তি মালিকানা খালে অনাথ মজুমদার গংরা মাছ ধরতে গেলে আসামীরা বাধা দিয়ে গালমন্দ করে হুমকি ধমকি প্রদর্শন করে।

এতে একই গ্রামের শহিদ উল্যাহ বাধা দিলে হামলাকারীরা তাদের মারধর করে আহত করে। এক পর্যায়ে বিপ্লবের গৃহে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

: আপডেট ৯:৪৬পিএম,  ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার

ডিএইচ