Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার সদর ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম শুরু
কচুয়ার সদর ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম শুরু

কচুয়ার সদর ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম শুরু

মফস্বল পর্যায় তথা সাধারণ মানুষ ন্যায় বিচার পাওয়ার ইউনিয়নভিত্তিক গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালীকরণের অংশ হিসেবে উপজেলার বেশ কয়টি ইউনিয়নে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ৭নং কচুয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন লিটন প্রথম বারের মতো গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা করেন।

জানাগেছে, প্রথম দিনে তিনি ওই ইউনিয়নের কোমরকাশা গ্রামে মোঃ সুলতান মিয়ার প্রজেক্টে মাছ ধরা সংক্রান্ত বিষয়ে গ্রাম আদালত পরিচালনা করেন। এতে বিবাদী পক্ষের সকল লোকজন উপস্থিত না থাকায় পরবর্তী দিন ধার্য দিয়ে প্রথম সভাটি মূলতবী করেন।

গ্রাম্য আদালত পরিচালনায় সহযোগিতা করেন, গ্রাম আদালত সহকারী পলাশ চন্দ্র শীল, ইউপি সদস্য শরীফুল ইসলাম মানিক, আবু ইউছুফ, আসাদুজ্জামান রাসেল, মানিক মিয়া, গন্যমান্য ব্যক্তিদের মধ্যে আলী আক্কাস প্রমুখ।

ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন জানান, ‘গ্রাম আদালত চালু করা বর্তমান সরকারের একটি বিরাট মাইলফলক। এটির মাধ্যমে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে বলে আমি মনে করি। আমার দায়িত্ব পালনকালীন এ প্রথম বারের মতো গ্রাম্য আদালত পরিচালনা করেছি এবং দায়িত্ব পালনকালীন সময়ে ইউনিয়নবাসী যাতে ন্যায় বিচার পায় সে দিকে আমার দৃষ্টি থাকবে।’

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ৯: ০০ পিএম, ৩১ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply