Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় হিন্দু মন্দিরে হামলার অভিযোগ
কচুয়ায় হিন্দু মন্দিরে হামলার অভিযোগ

কচুয়ায় হিন্দু মন্দিরে হামলার অভিযোগ

চাঁদপুর কচুয়ায় ডুমুরিয়া গ্রামের সূত্রধর বাড়ির হরি মন্দিরে মঙ্গলবার(১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে একদল উশৃঙ্খল যুবক মন্দিরের সামনে উপাসনা করা অবস্থায় ভক্তদের উপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

হামলা কারীরা মন্দিরের সামনে থাকা ধর্মীয় গ্রন্থ গীতা ভগবত ছিড়ে ফেলে এবং মৃদুল, জুড়ি, ভাংচুর ও প্রসাদ নষ্ট করা সহ ভক্তদের উপর বর্বরোচিত হামলা চালায়। হামলায় সুজন (২৬) নামের ভক্ত আহত হয়েছে।

হামলা কারীদের ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য পুরুষ ও নারীরা পাশের বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেয়। মন্দিরের সভাপতি ধীরেন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক রাদেশ সাম সূত্রধর, ভক্ত যুবরাজ সূত্রধর, বীরলাল সূত্রধর সহ কয়েকজন জানান, মন্দিরে অনুষ্ঠান চলাকালীন ডুমুরিয়া গ্রামের জাহাঙ্গীর (৪০) ও কালচোঁ গ্রামের সোহাগ (২৫) এর নেতৃত্বে ১৫-২০ জন যুবক মন্দিরে অতর্কিত হামলা চালায় বলে তারা দাবী করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ বলেন, ‘হিন্দুদের মন্দিরে হামলার ঘটনাটি আমি শুনেছি। এ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’

কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূইয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বকর মিয়াজী বলেন, ‘যারা এই নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আমরা তাদের শাস্তির দাবী করছি। এ ঘটনায় হিন্দু মাঝে চরম ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন। অন্য দিকে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অপর দিকে হিন্দুদের মন্দিরে হামলার ঘটনায় চাঁদপুরের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্যরা বিষয়টি নিয়ে বিকেলে সমস্যা সমাধানের লক্ষ্যে বৈঠকে বসেন।’

স্টাফ করেসপন্ডেট