কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রাষ্ট্র বিজ্ঞানের সিনি.সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম যোগদান করেছেন। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম মজুমদার ৪ জানুয়ারী আকস্মিক মৃত্যুজনিত কারনে তাঁঁকে ৯ জানুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
এ উপলক্ষে মঙ্গলবার কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষকবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,সেলিম হোসেন, ইকবাল আহমেদ মিঠু,ফানাউল্যাহ,নব নির্বাচিত ইউপি সদস্য মো: শাহজালাল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কচুয়ার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজটি তৎকালীন ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠার পর ১৯৯৬ সালে ৩ সেপ্টেম্বর মো. নজরুল ইসলাম প্রভাষক পদে কলেজে যোগদান করেন। পরে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে ২০০৭ সালের ১ জুলাই পদোন্নতি পান। কলেজ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মান উন্নয়নে যে কজন শিক্ষক ছিলেন তার মধ্যে মো. নজরুল ইসলাম অন্যতম। গুনী এ অধ্যাপক মো. নজরুল ইসলাম উপজেলার ভূঁইয়ারা গ্রামের অধিবাসী সমাজ সেবক আফজল মিয়া ও মিসেস তহমিনা বেগমের সু-যোগ্য সন্তান।
কলেজের নয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, আমাকে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়ায় কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ,কলেজের গর্ভনিংবডির সভাপতি আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী ও কলেজের শিক্ষক সহকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এই কলেজের শিক্ষার মান আরো উন্নয়নকল্পে সকলের সহযোগিতা ও সু-পরামর্শ কামনা করছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ জানুয়ারি ২০২২