Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ফয়সাল চৌধুরী জীবনকে নিয়ে স্যোসাল মিডিয়ায় মিথ্যাচার
স্যোসাল

কচুয়ায় ফয়সাল চৌধুরী জীবনকে নিয়ে স্যোসাল মিডিয়ায় মিথ্যাচার

কচুয়ায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও রাজনৈতিক অঙ্গনে মানবতার ফেরিওয়ালার নাম মো. ফয়সাল চৌধুরী জীবন। সামাজিক বেষ্টনীতে সর্বোস্তরের সমস্যা সমাধানের শেষ আশ্রয়স্থল হলো ফয়সাল চৌধুরী জীবন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মরণ থাবাতেও ছিলো তাঁর অসামান্য ভূমিকা। অসংখ্য অসহায় পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাই। কন্যা দ্বায়গ্রস্থ পিতা পেয়েছে মুক্তির সহায়তা, পেয়েছে সংসার স্বাবলম্বী হওয়ার একমাত্র অবলম্বন, বেকার ছেলের চাকুরির সহায়তা। তারুণ্যের মুক্ত দৃষ্টিভঙ্গীগুলোর বাস্তবায়নে পেয়েছে পাড়ার মহল্লায় সহযোগিতার হাত।

পারিবারিক ঐতিহ্যের আখড়ায় সামাজিক কল্যাণকর কর্মকান্ডের পাশাপাশি কচুয়ার রাজনৈতিতেও পিছনে নেই তিনি। যার বংশগত ঐতিহ্য মিশে আছে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিক স্পন্দন। নিজে নেতা না হয়েও, বঙ্গবন্ধুর আদর্শে বহু নেতা তৈরির কারিগর ছিলেন। যার শিখানো আদর্শে উজ্জীবীত ও প্রতিষ্ঠিত হয়েছে অনেক অবহেলিত প্রাণ। যার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলো সদ্য সমাপ্ত হওয়া ৫ জানুয়ারি এর কচুয়ার ইউপি নির্বাচন।

অতি সম্পতি যাবৎ স্যোসাল মিডিয়ায় নাম পরিচয়হীন কচুয়ার ডাক নামে একটা ফেইসবুক আইডি থেকে বিভিন্ন পোস্টের মাধ্যমে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র মূলক ভীত্তিহীন মনগড়া তথ্য অপপ্রচার করে আসছে। যার নেই বিন্দু পরিমাণ বস্তুনিষ্ঠ কিংবা বাস্তবতা। এনিয়ে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক মহলে চলছে তুলকালাম।এছাড়াও দলমত নির্বিশেষে আপাময় জনতা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অপপ্রচার সম্পর্কে কচুয়ার গুলবাহার গ্রামের কৃতি-সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ফয়সাল চৌধুরী জীবনের কাছে জানতে চাইলে তিনি বলেন- কয়েকদিন থেকে দেখতেছি আমার নামে কচুয়ার ডাক নামে একটা ফেইসবুক আইডি থেকে নানান ভাবে মনগড়া অপপ্রচার চালাচ্ছে। কে বা কাহারা, আমি জানি না। আমার ধারণা গত ইউপি নির্বাচনকেই কেন্দ্র করে কেউ এমনটা করতে পারে। তবে এবিষয়ে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করবো, এবং খুব শীগ্রই তা উন্মোচন করা হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপশি তিনি মিথ্যা এসব অপ-প্রচারে কেউ বিভ্রান্ত না হতে সকলের প্রতি অনুরোধ করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ জানুয়ারি ২০২২