হাজীগঞ্জ

একনজরে হাজীগঞ্জের জেএসসি জেডিসি প্রাথমিক ও ইবতেদায়ীর ফলাফল

প্রকাশিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় হাজীগঞ্জে শতভাগ পাশ করেছে মাত্র ৫টি স্কুল। জিপিএ-৫ পেয়েছে ১শ ১৬ জন। গড় পাশের হার ৮৪.২৯%। উপজেলার ৩৪টি বিদ্যালয় থেকে ৫ হাজার ৫শ ৭২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৪ হাজার ৬শ ৯৭ জন। ‘এ’ পেয়েছে ৯শ ৩৫ জন। ‘এ’ মাইনাস পেয়েছে ৮শ ১০ জন, ‘বি’ পেয়েছে ৯শ জন, ‘সি’ পেয়েছে ১ হাজার ৫শ ৫৯ জন ও ‘ডি’ পেয়েছে ৩শ ৭৭ জন। অকৃতকার্য হয়েছে ৮শ ৭৫জন।

উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।

উপজেলার ৫টি বিদ্যালয় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানগুলো হলো, পিরোজপুর উচ্চ বিদ্যালয়, বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়, মৈশাইদ পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, আল বান্না জুনিয়র হাইস্কুল ও বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৩ জন জিপিএ ৫ পেয়ে জিপিএ প্রাপ্তিতে উপজেলার মধ্যে ২য় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ। তৃতীয় অবস্থানে ১২ জন জিপিএ পেয়েছে সুহিলপুর উচ্চ বিদ্যালয়।

এদিকে মঙ্গলবার প্রকাশিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলা থেকে সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ৫শ ১০ জন। উপজেলায় মোট পাশের হার ৯২.৯৮%। চলিত বছর উপজেলা থেকে ৫ হাজার ৯শ ৫৮ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৫ হাজার ৫শ ৪০ জন। এর মধ্যে বালক ১শ ৫৮ আর বালিকা ৩শ ৫২ জন জিপিএ ৫ পেয়েছে। ‘এ’ পেয়েছে ১ হাজার ৯শ ১৬ জন এর মধ্যে বালক ৭৬৬ ও বালিকা ১হাজার ১শ ৫০ জন।

‘এ’ মাইনাস পেয়েছে ৯শ ৪ জন এর মধ্যে বালক ৪শ ১৫ ও বালিকা ৪শ ৮৯ জন। ‘বি’ পেয়েছে ৮শ ৪৫ জন এর মধ্যে বালক ৩শ ৮৩ ও বালিকা ৪শ ৬২জন। ‘সি’ পেয়েছে ১ হাজার ৯৬ জন এর মধ্যে বালক ৫শ ৩ জন ও বালিকা ৫শ ৯৩ জন। ‘ডি’ পেয়েছে ২শ ৬৯ জন এর মধ্যে বালক ১শ ৩২ ও বালিকা ১শ ৩৭জন।

উপজেলায় ডিআরভূক্ত সর্বমোট ছাত্রছাত্রী সংখ্যা ৬ হাজার ১শ ১৮ জন এর মধ্যে বালক ২ হাজার ৬শ ৫৩ ও বালিকা ৩ হাজার ৪শ ৬৫ জন। এর মধ্যে সকল বিষয়ে অংশগ্রহণ করে ৫ হাজার ৯শ ৫৮ জন এর মধ্যে বালক ২ হাজার ৫শ ৫৩ ও বালিকা ৩ হাজার ৪শ ৫ জন। পাশ করেছে ৫ হাজার ৫ শ ৪০ জন এর মধ্যে বালক ২ হাজার ৩শ ৫৭ ও বালিকা ৩ হাজার ১ শ ৮৩ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪শ ১৮ জন এর মধ্যে বালক ১শ ৯৬ ও বালিকা ২শ ২২ জন। অনুপস্থিত ছিলো,১শ ৬০ জন বালক ১শ ও বালিকা ৬০ জন।

হাজীগঞ্জে জেএসসিতে ১১৬ প্রাথমিকে ৫১০ শিক্ষার্থীর জিপিএ-৫

প্রকাশিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় হাজীগঞ্জে শতভাগ পাশ করেছে মাত্র ৫টি স্কুল। জিপিএ-৫ পেয়েছে ১শ ১৬ জন। গড় পাশের হার ৮৪.২৯%। উপজেলার ৩৪টি বিদ্যালয় থেকে ৫ হাজার ৫শ ৭২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৪ হাজার ৬শ ৯৭ জন। ‘এ’ পেয়েছে ৯শ ৩৫ জন। ‘এ’ মাইনাস পেয়েছে ৮শ ১০ জন, ‘বি’ পেয়েছে ৯শ জন, ‘সি’ পেয়েছে ১ হাজার ৫শ ৫৯ জন ও ‘ডি’ পেয়েছে ৩শ ৭৭ জন। অকৃতকার্য হয়েছে ৮শ ৭৫জন।

উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
উপজেলার ৫টি বিদ্যালয় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানগুলো হলো, পিরোজপুর উচ্চ বিদ্যালয়, বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়, মৈশাইদ পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, আল বান্না জুনিয়র হাইস্কুল ও বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৩ জন জিপিএ ৫ পেয়ে জিপিএ প্রাপ্তিতে উপজেলার মধ্যে ২য় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ। তৃতীয় অবস্থানে ১২ জন জিপিএ পেয়েছে সুহিলপুর উচ্চ বিদ্যালয়।

এদিকে মঙ্গলবার প্রকাশিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলা থেকে সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ৫শ ১০ জন। উপজেলায় মোট পাশের হার ৯২.৯৮%। চলিত বছর উপজেলা থেকে ৫ হাজার ৯শ ৫৮ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৫ হাজার ৫শ ৪০ জন। এর মধ্যে বালক ১শ ৫৮ আর বালিকা ৩শ ৫২ জন জিপিএ ৫ পেয়েছে। ‘এ’ পেয়েছে ১ হাজার ৯শ ১৬ জন এর মধ্যে বালক ৭৬৬ ও বালিকা ১হাজার ১শ ৫০ জন।

‘এ’ মাইনাস পেয়েছে ৯শ ৪ জন এর মধ্যে বালক ৪শ ১৫ ও বালিকা ৪শ ৮৯ জন। ‘বি’ পেয়েছে ৮শ ৪৫ জন এর মধ্যে বালক ৩শ ৮৩ ও বালিকা ৪শ ৬২জন। ‘সি’ পেয়েছে ১ হাজার ৯৬ জন এর মধ্যে বালক ৫শ ৩ জন ও বালিকা ৫শ ৯৩ জন। ‘ডি’ পেয়েছে ২শ ৬৯ জন এর মধ্যে বালক ১শ ৩২ ও বালিকা ১শ ৩৭জন।

উপজেলায় ডিআরভূক্ত সর্বমোট ছাত্রছাত্রী সংখ্যা ৬ হাজার ১শ ১৮ জন এর মধ্যে বালক ২ হাজার ৬শ ৫৩ ও বালিকা ৩ হাজার ৪শ ৬৫ জন। এর মধ্যে সকল বিষয়ে অংশগ্রহণ করে ৫ হাজার ৯শ ৫৮ জন এর মধ্যে বালক ২ হাজার ৫শ ৫৩ ও বালিকা ৩ হাজার ৪শ ৫ জন। পাশ করেছে ৫ হাজার ৫ শ ৪০ জন এর মধ্যে বালক ২ হাজার ৩শ ৫৭ ও বালিকা ৩ হাজার ১ শ ৮৩ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪শ ১৮ জন এর মধ্যে বালক ১শ ৯৬ ও বালিকা ২শ ২২ জন। অনুপস্থিত ছিলো,১শ ৬০ জন বালক ১শ ও বালিকা ৬০ জন।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১ জানুয়ারি ২০২০

Share