Home / সাক্ষাৎকার / একজন কবি-লেখক সমাজ-জাতি বদলে দিতে পারে
একজন কবি-লেখক সমাজ-জাতি বদলে দিতে পারে
ডেইজী আশরাফ

একজন কবি-লেখক সমাজ-জাতি বদলে দিতে পারে

মিজানুর রহমান রানা | আপডেট: ১০:২৬ অপরাহ্ণ, ১৭ আগস্ট ২০১৫, সোমবার

সাক্ষাৎকার-০২

বর্তমান সময়ের জনপ্রিয় কবি ও লেখিকা ডেইজী আশরাফ। কবিতা, গল্প তথা বাংলা সাহিত্যে রয়েছে ব্যাপক আগ্রহী। সাহিত্য চর্চায় তিনি নিবেদিতপ্রাণ। সেই কারণে কবিতা, গল্প তথা সাহিত্যে তার অনবদ্য অবদান অস্বীকার করার উপায় নেই। কবিতা, ছোটগল্প, উপন্যাস সাহিত্যের সব শাখায়ই তাঁর বিচরণ।

গুণী এই কবি-সাহিত্যিককে নিয়ে চাঁদপুর টাইমসের বিশেষ আয়োজন পাঠকের জন্যে পত্রস্থ করা হলো।

চাঁদপুর টাইমস : আপনার বর্তমান পেশা কী? লেখালেখিতে আগ্রহ হলেন কেনো?
ডেইজী আশরাফ : গৃহিনী। নিজস্ব পরিচয় তৈরি করতে চাইছি।

চাঁদপুর টাইমস : আপনি কীভাবে, কখন সাহিত্যচর্চা তথা লেখালেখি শুরু করেছিলেন?
ডেইজী আশরাফ : আমি ১৯৯৩ সাল থেকে লেখা শুরু করেছি ।

চাঁদপুর টাইমস : একজন কবি-লেখকের মতো মহান কর্মে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা যুগিয়েছিলেন কারা?
ডেইজী আশরাফ : আমার বাবা এবং মা ।

daisy-2

চাঁদপুর টাইমস : আপনার পূর্বে, বর্তমানে কারা উৎকৃষ্ট সাহিত্যের জন্ম দিয়েছেন? বাংলাদেশ অথবা আন্তর্জাতিকভাবে কারা কতটুকু সাহিত্যকে মানুষের দুয়ারে কীভাবে পৌঁছে দিয়েছেন?
ডেইজী আশরাফ : রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারা তাদের লেখা নিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছেন।

চাঁদপুর টাইমস : লেখালেখি বা সাহিত্যচর্চা কি একটি চ্যালেঞ্জ, অথবা নতুন করে সমাজ বিনির্মাণের কোনো মাধ্যম হতে পারে?
ডেইজী আশরাফ : এটা একটা চ্যালেঞ্জ । হ্যাঁ, নতুন করে সমাজ নির্মাণের মাধ্যম হতে পারে ।

চাঁদপুর টাইমস : একজন কবি-লেখককে কী কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়?
ডেইজী আশরাফ : একজন মহিলা কবি বা লেখিকা হলে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় ।

চাঁদপুর টাইমস : সাহিত্যচর্চার ক্ষেত্রে সফল হওয়ার উপায় কী?
ডেইজী আশরাফ : নিয়মিত চর্চা করতে হবে ।

daisy-3

চাঁদপুর টাইমস : আপনার দৃষ্টিতে একজন যথাযথ কবি-লেখক তথা সাহিত্যিকের মূল্যায়ন কী হওয়া প্রয়োজন?
ডেইজী আশরাফ : অবশ্যই প্রয়োজন ।

চাঁদপুর টাইমস : সাহিত্যচর্চায় আসার জন্যে আগ্রহী নতুনদের জন্যে আপনার পরামর্শ।
ডেইজী আশরাফ : নিয়মিত চর্চা এবং ধৈর্য’র প্রয়োজন।

চাঁদপুর টাইমস : জীবনের উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা।
ডেইজী আশরাফ : আমার বাবার মৃত্যু।

চাঁদপুর টাইমস : সাহিত্যচর্চা কী অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে?
ডেইজী আশরাফ : হওয়া প্রয়োজন।

চাঁদপুর টাইমস : একজন লেখক মানুষ, সমাজ, জাতি, দেশের কল্যাণে কতটুকু কাজ করতে পারে?
ডেইজী আশরাফ : একজন লেখক কবি সমাজ ও জাতি বদলে দিতে পারে ।

Daisy-4

চাঁদপুর টাইমস : একজন সফল কবি-লেখকের আদর্শগত দিক কী কী হওয়া উচিত?
ডেইজী আশরাফ : নিজস্ব ধ্যান-ধারণায় অটল থাকা উচিত ।

চাঁদপুর টাইমস : সাংবাদিকতা, চিকিৎসেবা, আইনপেশা ও সাহিত্য চর্চা এ পেশাগুলোর মধ্যে সামঞ্জস্য, পার্থক্য ও সমন্বয় কতটুকু সম্ভব? একটি পেশা কি অন্যটির পরিপূরক?
ডেইজী আশরাফ : না ।

চাঁদপুর টাইমস : আপনার প্রকাশিত/প্রকাশিতব্য বইয়ের সংখ্যা ও নাম উল্লেখ করুন।
ডেইজী আশরাফ : ১. বৈরী বসন্ত ২.কষ্টের নদী ৩. ধূসর পান্ডুলিপি।

চাঁদপুর টাইমস : আপনার নিজের মতো করে কিছু বলুন।
ডেইজী আশরাফ : আমাদের সমাজে মেয়েদের এগিয়ে আসার জন্যে সর্বক্ষেত্রে সাহায্য প্রয়োজন ।

d-6

পুরো নাম : ডেইজী আশরাফ।
পিতা : মরহুম শেখ মোহাম্মদ আবদুল হাকিম।
মাতা : ফিরোজা হাকিম।
পরিবারের সদস্য সংখ্যা : ৫ জন।
স্থায়ী ঠিকানা: ব্লক # বি, লালমাটিয়া, ঢাকা।

 

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫