Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই : ত্রাণমন্ত্রী
Matlab-uttar-pic-

উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই : ত্রাণমন্ত্রী

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আওয়ামীলীগ কথায় নয় কাজে বিশ্বাসী। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে দেশের ব্যাপক উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ার কাজ করে যাচ্ছে। খুব শিগরিই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি আরোও বলেন উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য নৌকার কোন বিকল্প নেই। নির্বাচনের আগে উন্নয়নের সকল কাজ সম্পন্ন হবে। তিনি আরো বলেন, আমার কাছে দাবী করতে হয় না। উন্নয়নের ধারা অব্যহত থাকবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকার পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী।
ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মো. সালাউদ্দিনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শাহীন কাদির সরকার।

বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী, শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ত্রাণ মন্ত্রীর সহধর্মিনী মিসেস পারভীন চৌধুরী, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ছেঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু,সদস্য সচিব এড. আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক ও জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার, বিশিষ্ট শিক্ষানুরাগী আলী আজগর খান, বিশিষ্ট সমাজসেবক ডা. এমদাদ হোসেন মানিক প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহ জাহান প্রধান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আ’লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, হাসান মোর্শেদ আহার চৌধুরী,কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা যুবলীগ নেতা রাহুল চৌধুরী লুনা,সাইফ চৌধুরী আহমদ, শরিফ সরকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ সরকার লিখন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলঅ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগৈর সভাপতি কামরুল হাসান মামুন, উপজেলা শ্রমিকলীগেরে সভাপতি প্রার্থী খোরশেদ আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা খোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারন সম্পাদক ইলিয়াছ প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর দেওয়ানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির ৩ জন নেতা ত্রাণ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল

Leave a Reply