Home / চাঁদপুর / ঈদকে কেন্দ্র করে চাঁদপুরে শিশুদের দিয়ে চলছে জুয়া
ঈদকে কেন্দ্র করে চাঁদপুরে শিশুদের দিয়ে চলছে জুয়া

ঈদকে কেন্দ্র করে চাঁদপুরে শিশুদের দিয়ে চলছে জুয়া

‘টাইগার সই, ৩ বল বিশ টাকা, ৩ বল বিশ টাকা।’ জুয়ার উদ্যোক্তা আশিক ১ বার মাইরা দেখেন বলার সাথে সাথেই শিশুরা তাকে বিশ টাকা দিয়ে বলগুলো নিয়ে টাইগার সই করতে প্রস্তুত হয়ে যায়।

চাঁদপুর ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে শহরের বড় স্টেশন মোলহেডে কৌশল অবলম্বন করে একটি চক্র শিশুদের জুয়া খেলায় আকৃষ্ট করে মোটা অংঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার দৃশ্য লক্ষ্য করা যায়।

আবিদ, জুয়েল, বাবুসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, অনেকেই একবার টাইগার সই না করতে পারলে কয়েকবার বল মারছে।

বহরিয়া থেকে ঘুরতে আসা শিশু সিয়াম জানায়, ‘টেনিস বল দিয়ে অনেক মাঠে অনেক স্ট্যাম্প করেছি। পর পর ৩ বার মারলাম এক বার ও সই হয় না।’

খেলা পরিচালনাকারী নয়ন জানায়, ‘আমি ও আশিক নিজেরা টাকা দিয়ে টাইগার কিনে আনি। আশিক থাকে নির্দিষ্ট করে দেওয়া দাগের কাছে। আর আমি দূরে রাখা টাইগারের পেছনে থেকে বল ধরি। আমার কাছে আসা বলগুলো আবার আমি আশিককে দেই। এভাবে এক জনের পর আরেকজন ৩ টা করে বল মারতে থাকে। কেউ দাগে পা রেখে বল মারলে ওই বলটি বাতিল করা হয়। ৩ বলের মধ্যে যার যতোটা টাইগার সই হয়। তাদের কে ততটাই টাইগার দেওয়া হয়।’

এ খেলার মাধ্যমে কিভাবে তাদের আয় হয় জানতে চাইলে নয়ন জানায়, ‘৩ টা বলের টাইগার সই অনেকগুলো মিস করলেই কিছু টাকা পাওয়া যায়। যারা টাইগার সই কইরা পায়। বিক্রি করতে চাইলে বিশ টাকা কইরা কিইনা রাখি।’

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

: আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ পিএম, ৭ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply