Home / তথ্য প্রযুক্তি / ইমেইল পাঠানোর পর তা আবারো ‘আনসেন্ড’ করা যাবে
ইমেইল পাঠানোর পর তা আবারো ‘আনসেন্ড’ করা যাবে

ইমেইল পাঠানোর পর তা আবারো ‘আনসেন্ড’ করা যাবে

‎Monday, ‎06 ‎July, ‎2015  01:16:19 PM

চাঁদপুর নিউজ ডেস্ক :

জিমেইলে ইমেইল পাঠানোর পর তা আবারো ‘আনসেন্ড’ করে ফেলা যায়। তাও ছয় বছর হয়েছে এই অপশনটির। কিন্তু জিমেইলের সেটিংস-এ অপশনটি লুকিয়েই থাকে। গুগল অফিসিয়ালি ঘোষণা দিয়েছে, ‘আনডু সেন্ড’ বাটনটি এখন থেকে জিমেইলের সার্ভিসে থাকবে এবং খুব সহজেই তা খুঁজে পাওয়া যাবে।

সেটিংস থেকে পাঠানো ইমেইল আনডু করতে হলে জিমেইল রিলোড করতে হবে। নয়তো ফিচারটি খুঁজে পাবেন না। রিলোডের পর ইনবক্সের ওপরের দিকে বাম পাশের গিয়ার আইকন ক্লিক করুন। পপ আপ থেকে সেটিংস-এ ক্লিক করুন। এখানকার ‘জেনারেল’ ট্যাব থেকে জেনারেল সেটিংয়ে নিয়ে যাওয়া হবে আপনাকে। স্ক্রল ডাউন মেনু থেকে ‘আনডু সেন্ড’ ফিচারটি খুঁজে নিন এবং বক্সে ক্লিক করুন একে চালু করুন।

এটি আপনাকে কোনো পাঠানো ইমেইলটি না পাঠানোর ক্ষেত্রে ১০ সেকেন্ড সময় দেবে। তবে এ সময়কে ৫, ১০, ২০ অথবা ৩০ সেকেন্ডে বদলে নিতে পারেন।

এরপর থেকে কোনো ইমেইল পাঠালে ‘আনডু’ অপশনসহ একটি হলুদ বক্সে নোটিস পাঠানো হবে আপনাকে। ভুল হলে বা ইমেইলটি না পাঠানোর সিদ্ধান্ত নিলে ‘আনডু’ লিঙ্কে ক্লিক করুন। এটি ‘কম্পোজ ইমেইল’ বক্সে পুনরায় এডিটের জন্যে খুলে যাবে।